Name ringtone maker

ভারতের আগেই এই দেশে ডিজিটাল পেমেন্ট শুরু করল হোয়াটসঅ্যাপ | WhatsApp Pay Launched In Brazil After Beta Tests In India

ভারতের আগেই এই দেশে ডিজিটাল পেমেন্ট শুরু করল হোয়াটসঅ্যাপ

“আজ থেকে ব্রাজিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট পরিষেবা শুরু হচ্ছে। ভবিষ্যতে সব গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে।” এক বিবৃতিতে জানিয়েছে কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে ভবিষ্যতে বিভিন্ন কোম্পানি হোয়াটসঅ্যাপ পেমেন্ট প্ল্যাটফর্মে যোগ দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের পেমেন্ট পরিষেবা ব্যবহার করতে কোন অতিরিক্ত খরচ হবে না। যদিও ব্যবসায়ীদের পেমেন্ট রিসিভ করতে প্রসেসিং ফি দিতে হবে। গ্রাহক নিজের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লিঙ্ক করে পেমেন্ট করতে পারবেন। প্রত্যেক ট্রানজাকশন ফিঙ্গারপ্রিন্ট অথবা ছয় ডিজিট পিনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ব্রাজিলের প্রায় সব ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড সাপোর্ট করবে হোয়াটসঅ্যাপ পেমেন্ট।

অনেক দিন ধরেই ডিজিটাল পেমেন্ট পরি-কাঠামো তৈরি করছে হোয়াটসঅ্যাপ। ২০১৮ সালে ভারতে বিটা টেস্টিং শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন ভারতেই প্রথম হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস শুরু হতে পারে। যদিও আইনি বাধায় দেশে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস শুরু হতে দেরি হয়। ইতিমধ্যেই ব্রাজিলে পেমেন্ট সার্ভিস শুরু হয়ে গেলেও ভারতে কবে কোম্পানির ডিজিটাল পেমেন্ট পরিষেবা শুরু হবে জানায়নি হোয়াটসঅ্যাপ।

২০১৪ সালে ১৯ বিলিয়ন মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছিল ফেসবুক। এই মুহূর্তে গোটা বিশ্বে ২০০ কোটি গ্রাহক এই মেসেজিং সার্ভিস ব্যবহার করেন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.