Name ringtone maker

জিমেলের ফটো গুগল ফটোজে ট্রান্সফার করবেন কীভাবে? | Transfer Gmail Media To Photos App: How To Do It

জিমেলের ফটো গুগল ফটোজে ট্রান্সফার করবেন কীভাবে?

তাহলে এই সমস্যার সমাধান কী? গুগল ফটোজ ব্যবহার করে গুগল ড্রাইভের সব ফটো সেভ করে রাখা সম্ভব। গুগল ফটোজে বিনামূল্যে আনলিমিটেড হাই কোয়ালিটি ব্যাক আপের সুযোগ দেয় গুগল। ফলে গুগল ড্রাইভ থেকে গুগল ফটোজে ছবি ট্রান্সফার করলে সহজেই এই সমস্যার সমাধান হতে পারে।

কিন্তু কীভাবে এই কাজ করবেন? জিমেলের ছবি গুগল ফটোজে পাঠানোর জন্য সহজ কোন উপায় দেয়না গুগল। যদিও সহজেই কয়েক ধাপে গুগল ড্রাইভের সব ছবি গুগল ফটোজে ট্রান্সফার করা যেতে পারে।

তবে একসঙ্গে সব ছবি জিমেল থেকে গুগল ফটোজে পাঠানোর কোন উপায় নেই। হাতে ধরে একটা একটা করে ছবি ট্রান্সফার করতে হবে।

স্টেপ ১। কম্পিউটার থেকে জিমেল লগ ইন করুন।

স্টেপ ২। এবার এমন একটি ইমেল ওপেন নতুন যেটায় অ্যাটাচমেন্টে ছবি রয়েছে।

স্টেপ ৩। এবার অ্যাটাচমেন্ট বিভাগে গিয়ে ‘গুগল ড্রাইভ’ আইকন সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার জিমেলের সব ছবিতে এই অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৫। এবার photos.google.com ওপেন করুন।

স্টেপ ৬। এবার আপলোড বাটন সিলেক্ট করে গুগল ড্রাইভ সিলেক্ট করুন।

স্টেপ ৭। এবার যে যে ছবি ও ভিডিও আপলোড করতে চান সিলেক্ট করুন।

স্টেপ ৮। আপলোড শেষ হলে গুগল ড্রাইভ থেকে ছবি ডিলিট করে দিন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.