ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামও টিকটক-এর মতোই একটি প্রডাক্ট বাজারে এনেছে৷ এর নাম ইনস্টাগ্রাম Reels, এখানেও ১৫ সেকেন্ডের ভিডিও মিউজিক দিয়ে পোস্ট করা যায়৷ এডিটিং টুল রয়েছে৷ নিজের মতো করে ভিডিও এডিট করতে পারেন৷ এটিও আপাতত ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ৷

৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ অ্যাপ স্টোরেও অ্যাপগুলি আর ডাউনলোড করা যাচ্ছে না৷ TikTok, Helo, UC Browser-সহ ৫৯টি চিনা অ্যাপ ব্যান করা হয়েছে৷ এ হেন পরিস্থিতি সুবর্ণ সুযোগ ফেসবুকের কাছে৷ ভারতের বাজারে ফেসবুক Lasso ও ইনস্টাগ্রাম Reels আনতে পারে ফেসবুক৷ TikTok অ্যাকসেস করা যাচ্ছে না৷ ব্যবহারকারীরা এখন টিকটক-এর বিকল্প খুঁজছেন৷ TikTok-এর বিকল্প আনতে ফেসবুক-এর কাছে এটা সবচেয়ে ভালো সুযোগ৷


TikTok-এর মতোই ফিচার রয়েছে ফেসবুক Lasso-র৷ শ্যুট করে ১৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করা যায়৷ জনপ্রিয় গান, মিউজিক, হ্যাশট্যাগ সবই রয়েছে৷ ভিডিওটি সরাসরি ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল সাইটে পোস্টও করা যায়৷ Lasso এখনও বিশ্বের সীমিত অঞ্চলেই সীমাবদ্ধ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয়৷ তবে এরই মধ্যে অ্যাপটির ৫০ লক্ষ ডাউনলোড ছাড়িয়ে গিয়েছে৷


ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামও টিকটক-এর মতোই একটি প্রডাক্ট বাজারে এনেছে৷ এর নাম ইনস্টাগ্রাম Reels, এখানেও ১৫ সেকেন্ডের ভিডিও মিউজিক দিয়ে পোস্ট করা যায়৷ এডিটিং টুল রয়েছে৷ নিজের মতো করে ভিডিও এডিট করতে পারেন৷ এটিও আপাতত ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ৷


WhatsApp-ও তাদের আস্তিন থেকে তাসটি বের করতে পারে৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ একটি নতুন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে বলে খবর৷


ভারতে TikTok-এর ভবিষ্যত্ কী? ভারতে TikTok-এর প্রধান নিখিল গান্ধির কথায়, ‘ভারত সরকার ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে৷ আমরা সরকারের নির্দেশ মেনে চলছি৷ আমাদের কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগ আমন্ত্রণ জানিয়েছে৷ আমাদের অ্যাপগুলির সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমার দেওয়া সুযোগ দিয়েছে৷ কোম্পানির তরফ থেকে জানোন হয়েছে, ভারতের আইন মেনেই কোম্পানি কাজ করবে৷ ব্যবহারকারীদের কোনও তথ্য চিন সরকার সহ কোনও বিদেশি সরকারকে পাঠানো হবে না৷ আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও সার্বভৌমত্বকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি৷’