Contents
show
নুন চিনির জল বানাতে গেলে সব থেকে আগে চিনি ও নুনের পরিমাপ ঠিক রাখতে হবে।

নুন-চিনির জলে কত গুণ আছে জানেন? নুন- চিনির জল সঠিক নিয়মে খেতে পারলে চট জলদি কিছু সমস্যা থেকে পাওয়া যায় মুক্তি।photo source collected


নুন চিনির জল বানাতে গেলে সব থেকে আগে চিনি ও নুনের পরিমাপ ঠিক রাখতে হবে। photo source collected


তিন চামচ চিনি ও এক চিমটে নুন। ভাল করে জলে মিশিয়ে নিন। এই জল খেতে পারেন শরীরে নানা সমস্যায়। photo source collected


পেটে জ্বালা, প্রস্রাবে জ্বালায় এই জল ওষুধের মতো কাজ দেয়। দু থেকে তিন বার খেলেই মুক্তি পাওয়া যায়। photo source collected


এছাড়া হঠাৎ মাথা ঘোরানো, বা দূর্বল লাগলেও এই জল খাওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কাজ দেয়। তবে নুন ও চিনির মাত্রা যেন ঠিক থাকে।photo source collected