Bangla quotes,quotes bangla,love quotes bangla,bangla love quotes,bangla sad quotes,quotes in bangla,close friend friendship quotes bangla,good morning quotes bangla,bangla good morning quotes,sad quotes bangla,sad bangla quotes,bangla quotes about dreams,new bangla song quotes,bangla funny quotes,motivational quotes bangla,whatsapp funny quotes bangla,friendship quotes bangla,good morning bangla quotes,bf bangla quotes,bangla sad quotes about life,sad quotes bangla about life,love bangla quotes,bangla quotes romantic,bangla quotes love,good morning quotes in bangla,emotional bangla quotes,bangla romantic quotes,funny quotes bangla,bangla life quotes,bangla emotional quotes,romantic bangla quotes,bangla quotes about myself
আসা করি বন্ধুরা ভালো আছো, বন্ধুরা আজ এই পোস্টটি আমার সে সকল বন্ধুদের জন্য যারা কাউকে ভালোবাসে বা প্রেম করে। তো আজ এই পোস্টটিতে আমি তোমার জন্য সবচেয়ে সেরা কিছু Bengali quotes on love বা love quotes in bengali দিয়ে রাখলাম। আমি লিখে দিতে পারি এই Bengali quotation of love গুলি তোমার অবশ্যই ভালো লাগবে। তা ছাড়া ও এই Romantic quotes in bangla বা love quotes in bengali গুলি তুমি যার জন্য খুঁজে চলেছো, মানে তোমার প্রিয় মানুষ সে ও পছন্দ করবে এবং তোমার প্রশংসা করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে পরে নেওয়া জাগ্ সর্ব কালের সেরা কিছু Bangla romantic quotes বা love quotes in bengali.
Bengali quotes on love for Facebook/Whatsapp/Instagram
এই মন কড়া সেরা Bengali quotation of love গুলি পছন্দমত ব্যবহার করো তোমার fb/whatsapp/instagram status এ।
Bangla quotes,quotes bangla,love quotes bangla,bangla love quotes,bangla sad quotes,quotes in bangla,close friend friendship quotes bangla,good morning quotes bangla,bangla good morning quotes,sad quotes bangla,sad bangla quotes,bangla quotes about dreams,new bangla song quotes,bangla funny quotes,motivational quotes bangla,whatsapp funny quotes bangla,friendship quotes bangla,good morning bangla quotes,bf bangla quotes,bangla sad quotes about life,sad quotes bangla about life,love bangla quotes,bangla quotes romantic,bangla quotes love,good morning quotes in bangla,emotional bangla quotes,bangla romantic quotes,funny quotes bangla,bangla life quotes,bangla emotional quotes,romantic bangla quotes,bangla quotes about myself

যদি রং চাও
রংধনু এনে দেব
যদি কেনভাস চাও
নীল আকাশ এনে দেব
যদি বন্ধুত্বের প্রমাণ চাও
জীবনটা দিয়ে দেবো
আর যদি ভুলে যেতে চাও
32টা দাঁত ভেঙে দেবো !!
খুঁজি না কারোর মন,
তোমার মন পাবো বলে।
ধরি না কারোর হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটি নি কারোর সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালোবাসি বলে।
তোর অপেখ্যায় আছি
সংসারটা এক সাথে শুরু করব বলে।
কাউকে
আবেগের ভালোবাসা দিও না,
মনের ভালোবাসা দিও ।।
কারণ,
আবেগের ভালোবাসা একদিন
বিবেকের কছে হেরে যাবে,
আর মনের ভালোবাসা চিরোদিন
রয়ে যাবে ।।
Read Also: Motivational Quotes in Bengali |Leadership quotes

যখন কেউ কারো জন্য কাঁদে
সেটা হলো আবেগ ।।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হলো প্রতারণা ।।
আর যখন কেউ কাউকে
কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে,
সেটা হলো প্রকৃত ভালোবাসা ।।
রুপ কথা রাণী তুমি
দু’নয়নের আলো ।।
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো ।।
তুমি আমার রাতজাগা
সুন্দর একটা পাখি ।।
তোমায় ছাড়া বন্ধু
আমি কেমন করে থাকি ।।
আমি তোমায় ভালোবাসি
বলছি বহুবার ।।
আমার যদি না হবে
হবে তুমি?
তাহলে তুমি কার ।।?

তোমায় ছেড়ে ওগো প্রিয়া
কোথায় আমি যাব ।।
তোমার মতো চিরোসাথি আমি
আর কোথায় পাব ।।
প্রিয়তমা কাছে এসো
আর দূরে থেকো না !!
পাব কাছে কবে আমি
ঠিক করে বলো না !!

মুচকি হেসে যখন তুমি
বসো আমার কলে !!
তোমায় আমি সোহাগ ভরে
চুমু দেবো গালে !!
তোমায় আমি বাসবো ভালো
যেমন তুমি বাসবে !!
তা না হলে অবশেষে
আপশষে দিন কাটবে !!
দিনের শেষে আসে রাত
রাতের শেষে ঊষা !!
কবে তোমায় পাব দেখা
পাইনা খুঁজে দিশা !!
ভয় পেয়ো না আমায় তুমি
তেমন ছেলে আমি নয় !!
কেউ নেইগো আমার সাথে
কেবল আছো তুমি !!
সারাদিন কাজের ফাকে
সময় যখন পাই !!
মনে পড়ে বারে বারে
তোমার কথাটাই !!
প্রেমে আছে কতো মজা
বলো দেখি তুমি ?
কেউ কোথাও নেই আছো
শুধু তুমি আর আমি !!

তোমার কাছে গেলে
সময় তারাতারি যায় !!
সময় বাড়াবাড় তুমি কিছু
জানো কি উপাই !!
প্রেমের ঢেউয়ে ভেসে যাবো
নিয়ে যাবো যেখানে
আমি আর তুমি শুধু
থাকবো বসে সেখানে ……..
চলে যাই সন্ধ্যা
বসে বসে একা
জানি না কী করে
পাবো তোমার দেখা ……..
তুমি আমার বাসলে ভালো
ভালোবাসবো আমি
এর জন্য ওগো প্রিয়া
চিন্তা করো না তুমি ……
অনেক বন্ধু পাওয়া যায়
সাথি কজন হয়
বাসতে পারে ভালো সবাই
কজন মন দেয় ……..
যেমন আছো তেমনি থাকো
দূরে যেও না
তোমায় নিয়ে গোড়া মন
ভেঙে দিও না ……..
আখিঁ মন ঢুলুঢুলু
প্রমের নেশাই
জেগে আছি সারারাত
তোমার আসাই ……..
তোমার আসাই পথ চেয়ে
থাকবো আমি বসে
আমার জীবন করবে আলো
সভখণে এসে …..
Read Also: Best bengali caption for FB/Instagram/WhatsApp DP Picture

ফুল কেনো ফুটেছিল
যদি যাবে ঝড়ে
ভালো কেনো বেসেছিলে
যদি যাবে দূরে ……..
মসজিদে আছে আল্লা
চার্জে আছে জিসু
আমার মনমন্দিরে আছে
তোমার নামটি শুধু …….
নাইবা তোমার কছে পেলাম
দুঃখ কিছু নাই
ভালোবাসার স্বপ্ন নিয়ে
হৃদয় ভরে যায় ….
তুমি রয়েছ প্রিয়া
হৃদয়ের কাছাকাছি
আমি যে তোমাই ওগো
এতো যে গো ভালোবাসি ..
ধন্য আমি তোমায় পেয়ে
আর কিছু না চাই
ভালোবাসার সুরে সুরে
হৃদয় ভরে যাই ……..

অনেক লোকের ভিড়ে
পথ চেয়ে বসে রয়
মনের মানুষ পাইনা খুঁজে
কার সাথে কথা কয়
একশোটা রাতের তারা একশোটা ফুল
একশোটা নদীর বুকে তরঙ্গ বেকুল
একশোটা মানুষের একশোটা মন
তারি মাঝে তুমি আমার প্রিয় একজন
মুক্ত করে দিলাম তোরে
যেতে পারিস অনেক দূরে
ভালোবাসি এই কথাটি
বলবো না আর তোরে
সুখে যদি থাকিস তুই
আসিস না আর ফিরে
না পাওয়ার সুখ খুজে নেবো
শত কষ্টের ভিরে …..
তুমি তাকেই ভালোবাসো
যে ভালোবাসা ছাড়া
আর কিছুই চাইবে না !!
তাকেই এড়িয়ে চলো
যে ভালোবাসার নামে
অনেক কিছু চাইবে !!
সবাই বলে,
আমি ভালোবাসি কাকে ?
কেউ বলে না,
কে ভালোবাসে আমাকে ??
আমি ভালোবাসি,
সৃষ্টির সব সুন্দর কে ….
but হৃদয়ে জায়গা দেবো তাকে,
যে ভালোবাসবে আমাকে ……..
Read Also:Bengali pick up lines funny and clever for impress girl

হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি
আকঁড়ে ধরা হাত
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কতজন ……….
আমি এমন একজন বন্ধু চাই !!
যে হাসাতে না পারলেও
কাঁদাবে না !!
চলার পথে ফুল না দিলেও
কাঁটা দিবে না !!
আড়ালে থাকলেও
কখনো ভুলে যাবে না !!
উপকার করতে না পারি,
খতি করবো না !
কাছে থাকতে না পারি,
দূরে যাব না !
মনে রাখতে না পারি,
ভুলে যাব না !
ভালোবাসতে না পারি,
ঘৃণা করবো না !
আপন করতে না পারি,
পর করবো না !
7up তোমার খালি বোতল আমার
ফুল তোমার কাঁটা আমার
প্রেম আমার টেনশন আমার
এসুখ তোমার ব্যথা আমার
কথা তোমার সুর আমার
তুমি আমার আর আমি তোমার !!
বইছে ঝড় বাইরে
তাও মন কেনো শান্ত
তাহলে কী
লাগলো গো এই মনে বসন্ত
খুঁজেছি যারে চিরোদিন
সেও কী আমায় খুঁজতে খুঁছতে কান্ত
জবাব নেই তাও মন কেনো শান্ত !!

যতো দূরে যাই না কেনো
আছি তোমার পাশে
তাকিয়ে দেখো আকাশ পানে
ঘুম যদি না আসে
কাছে আমায় পাবে
তুমি হাত বাড়াবে যেই
যদি না পাও
জানবে সেদিন আমি আর নেই !!
তুমি কী এখন ফ্রি আছো ?
একটু সময় পেলেই আমাই ফোন করো
একটা পারসোনাল দরকার আছে !
আরজেন্ট, কাউকে বলবেনা প্লিজ ???
ভাবছি “তাজমহল” টা বেচে দেবো ! কিনবে ?
তুমি কী এখন ফ্রি আছো ?
একবার ফোন করবে ?
খুব দরকার, আমার একজন বন্ধু
তোমার সাথে কথা বলতে চাই !
আসলে ও কিছুতেই বিশ্বাস করছেনা
যে বাঁদরও কথা বলতে পারে ……..
নদীর জল শুখে গেলে
থাকবে শুধু বালি
তুমি আমায় ভুলে গেলে
ভুলবোনা তো আমি
অনেক বন্ধু আসবে-যাবে
জীবন প্রাণথোসালাই
আমার নামটি লিখে রেখো
সবার নামের তলাই …….
যদি মন কাঁদে
আমি আসবো বরসা হয়ে
যদি মন হাসে
আমি আসবো রোদ্রু হয়ে
যদি মন ওড়ে
আমি আসবো পাখি হয়ে
যদি মন খোঁজে
আমি আসবো বন্ধু হয়ে ……..যদি মন কাঁদে
আমি আসবো বরসা হয়ে
যদি মন হাসে
আমি আসবো রোদ্রু হয়ে
যদি মন ওড়ে
আমি আসবো পাখি হয়ে
যদি মন খোঁজে
আমি আসবো বন্ধু হয়ে ……..
Read Also:Bengali status for FB & Whatsapp with [40+ Images]

হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল
তাইতো এখন দিচ্ছি সেই ভুলের মাসুল
ফুল ভাবে তোমারি শুধু করতাম সাধনা
তাই বধোহয় সইতে হচ্ছে কাঁটার যন্ত্রণা ……
বইছে হাওয়া শাড়ির আচলে
দুলছে কানে দুল
খমা তুমি করো আমায়
যদি করে থাকি ভুল ….
সূর্য জানে চাঁদ সুন্দর
চাঁদ জানে তারা সুন্দর
তারা জানে পৃথিবী সুন্দর
কিন্তু আমি জানি তুমি সুন্দর
পাখিরা উড়ে উড়ে যতো দূরে যাক
আকাশের বাইরে যেতে পারবে না
তুমি দূরে দূরে যতোই দূরে যাও
আমার মনের বাইরে তুমি যেতে পারবে না
তুমি নদী হলে
আমি হবো জল
তুমি আকাশ হলে
আমি হবো তারা
তুমি গান হলে
আমি হবো সুর
তুমি ঘুম হলে
আমি হবো স্বপ্ন ……….
আকাশে যেমন তারা থাকে
সূর্যতে যেমন আলো থাকে
বাড়িতে যেমন শান্তি থাকে
থাকবো চিরকাল তোমার পাশে
যদি তুমি রাখো আমায় তোমার পাশে
তুমি দৃষ্টি থেকে দূরে
মন থেকে নয় ……
তুমি আমার থেকে দূরে
ভাবনা থেকে নয় ……
আমি হাসি থেকে দূরে
কান্না থেকে নয় ……
আমি আমার থেকে দূরে
তোমার থেকে নয় ……..

জীবন হতে পারে না
ভলোবাসা ছাড়া
বৃষ্টি হতে পারে না
মেঘ ছাড়া
উত্তর হতে পারে না
প্রশ্ন ছাড়া
তেমনি বন্ধু হতে পারে না
তুমি ছাড়া …………
এই মন চাই শুধু
তোমায় ভালোবাসি
এই মন চাই শুধু
তোমার কাছে আসি
এই মন চাই তোমার
মুখের একটু হাসি
এই মন চাই শুধু
থাকতে তোমার পাশাপাশি …..
Bangla romantic quotes SMS ” চিঠি “
এখানে আমি তোমার জন্য কিছু বাছাই করা Bengali quotes on love সংগ্ৰহ করে রাখলাম। এই Bengali quotes on love গুলি মূলত চিঠি কে কেন্দ্র করে লেখা। তার মানে তুমি Bangla romantic quotes গুলি নিশ্চিন্তে SMS করার জন্য ও ব্যবহার করতে পারো।
Bangla quotes,quotes bangla,love quotes bangla,bangla love quotes,bangla sad quotes,quotes in bangla,close friend friendship quotes bangla,good morning quotes bangla,bangla good morning quotes,sad quotes bangla,sad bangla quotes,bangla quotes about dreams,new bangla song quotes,bangla funny quotes,motivational quotes bangla,whatsapp funny quotes bangla,friendship quotes bangla,good morning bangla quotes,bf bangla quotes,bangla sad quotes about life,sad quotes bangla about life,love bangla quotes,bangla quotes romantic,bangla quotes love,good morning quotes in bangla,emotional bangla quotes,bangla romantic quotes,funny quotes bangla,bangla life quotes,bangla emotional quotes,romantic bangla quotes,bangla quotes about myself

আকাশ হলে চাঁদ দিতাম
মেঘ হলে বৃষ্টি দিতাম
পাখি হলে গান সুনাতাম
ফুল হলে সৌরভ দিতাম
বন্ধু তো তাই Sms টা দিলাম
তুমি নদী হলে
আমি হবো জল
তুমি আকাশ হলে
আমি হবো তারা
তুমি গান হলে
আমি হবো সুর
তুমি ঘুম হলে
আমি হবো স্বপ্ন ……….
বলি বলি করে আমার আর বলা হলো না ,
হৃদয়ে দরজাটা আর খোলা হলো না .
হৃদয়ে ঢুকে দেখো ,
দেবনা বাধা .
সেখানে লেখা আছে .
তুমি একটা আস্তো গাধা !!
Read Also:Sad Shayari in Bengali for girlfriend crying alone for you

বলতে তোমায় প্রেমের কথা
লজ্জা পাই মনে,
চিঠি লিখে জানাই তোমাই
সব কথা মনে প্রাণে !!
যেদিন যখন তোমার চিঠি
আমার কাছে এলো !!
হাতের কাছে যেনো আমার
সর্গ নেমে এলো !!
যখন তোমার চিঠি পাই
জাইগা আসে মনে !!
তখন আমি ভালোবাসা
বুঝি মনে প্রাণে !!
ভরের মিষ্টি রোদের আলোই Miscall দিও
কান্ত দুপুরে মনে পরলে Sms করো
গভির নিঝুম রাতে যদি ভয় লাগে তবে Phon করো
বৃষ্টি এলো বঙ্গে ,
নাচো মনের আনন্দে !
সারাদিন মেঘলা ,
মনটা বড়ো একলা !!
পেতে চাই কাউকে ,
বন্ধু হতে চাই যে !!!!!!
তোমার লেখা চিঠিখানি
যখন হাতে পাই
মনে হয় আমার মতো
সুখি কেউ নেই ……..

দিলাম তোমাই কতো চিঠি
দিলে নাতো জোবাব
এমন ভাবে ছলনা করা
ছেলেদের কী সভাব ?
মিশিয়ে দিলাম চিঠির ভাষায়
প্রেম মাখানো ভাষা
বুঝে নিয়ো চিঠি পরে
আমার ভালোবাসা ……..
চিঠির ভাষা বুঝতে যদি
কষ্ট হয় তোমার
মনের কথা জেনে নিও
ভাষার কী দরকার …….

যখন তোমার চিঠি পাই
জাইগা আসে মনে
তখন আমি ভালোবাসা
বুঝি মনে প্রাণে ……
তোমাই আমি ভালোবাসি
বলতে পাই লাজ
মনে বহু সাহস করে
চিঠি দিলাম আজ ……..
আদর করে মেসেজ দিলাম
যত্ন করে রেখো
আমার কথা মনে হলে
Inbox খুলে দেখো
ভালো যদি লাগে তোমার
Draft-এ জায়গা দিও
না লাগলে
Delete চেপে বিলিন করে দিও !!
তুমি একটা ব্যঙ
তোমার ছোটো ছোটো ঠ্যঙ
তুমি একটা গরু
তোমার লেজটা তাই সরু
তুমি একটা ছাগল
তাইতো তুমি পাগল
তোমার মাথা মোটা
তাই পরেছো মেসেজটা গোটা ….
Read Also:Top-101 Love Shayari in Bengali for girlfriend, boyfriend, husband, wife

আপন মনে একা ঘরে
বসে তিনতলাতে
চিঠি লিখছি তোমায় আমি
কলম নিয়ে হাতে
লাইট কালার মুখটি তোমার ,
সুইট কালার হাসি …..
সত্যি করে বলছি ,
আমি তোমায় ভালোবাসি ……
Bengali sad love quotes that make you cry
মনে কষ্ট পেয়েছো প্রিয়জনকে Bengali quotes on love আকারে জানাতে চাও? চিন্তা নেই তোমার Bengali quotation of love খোঁজার এটাই শেষ ঠিকানা। এখানে আমি তোমার জন্য কিছু মন ছুঁয়ে যাওয়ার মত Bengali sad love quotes that make you cry টিয়ে রাখলাম। যা তোমার ভালো লাগবেই। তাহলে আর দেরি নয় বেঁচে নাও তোমার পছন্দের সেরা Bangla romantic quotes টি এবং জানিয়ে দাও তোমার মনের কথা Bengali quotes on love এর রূপে।
Bangla quotes,quotes bangla,love quotes bangla,bangla love quotes,bangla sad quotes,quotes in bangla,close friend friendship quotes bangla,good morning quotes bangla,bangla good morning quotes,sad quotes bangla,sad bangla quotes,bangla quotes about dreams,new bangla song quotes,bangla funny quotes,motivational quotes bangla,whatsapp funny quotes bangla,friendship quotes bangla,good morning bangla quotes,bf bangla quotes,bangla sad quotes about life,sad quotes bangla about life,love bangla quotes,bangla quotes romantic,bangla quotes love,good morning quotes in bangla,emotional bangla quotes,bangla romantic quotes,funny quotes bangla,bangla life quotes,bangla emotional quotes,romantic bangla quotes,bangla quotes about myself

হারিয়ে গেছে মন থেকে
ভালোবাসা নামের কথা …..
জমে আছে মনের মাঝে
অনেক রকম ব্যথা …..
কষ্ট পেলোও
এখন আর কষ্ট হয় না …..
সব সময় সবাই
আমায় দেই শুধু যন্ত্রণা ……..
আমি সেই বৃষ্টি চাইনা
যে বৃষ্টিতে বন্যা হয়
আমি সেই আকাশ চাইনা
যে আকাশ মেঘলা হয়
আমি এমন বন্ধু চাইনা
যে নতুন কাউকে পেয়ে
আমাকে ভুলে যাবে …..
তুমি সেই কবিতা
যা প্রতিদিন ভাবি লিখতে পারিনা …
তুমি সেই ছবি
যা কল্পনা করি আঁকতে পারিনা …
তুমি সেই ভালোবাসা
যা প্রতিদিন চাই …
কিন্তু তা কখনোই পাই না …….

ভালোবাসা তার জন্য
যে ভালোবাসতে জানে
মন তাকে দেওয়া যায়
যে অনুভব করতে জানে
বিশ্বাস তাকে করো
যে রাখতে জানে
আর ভালোবাসো তাকে
যে ভালোবাসা দিতে জানে ……….
আমি হাঁসতে ভালোবাসি ,
কাঁদতে নয় …..
আমি কষ্ট পেতে ভালোবাসি ,
কষ্ট দিতে নয় …..
আমি তোমার মনকে ভালোবাসি ,
তোমার রূপকে নয় …..
আমি সব ভুলতে পারি ,
কিন্তু তোমায় না ……….
তুমি পাশে নেই ,
তবু তোমায় অনুভব করি ..
তুমি আমার হবে না জানি ,
তবু তোমার পথে চেয়ে আছি ..
স্বপ্ন সত্যি হবে না জানি ,
তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি …
কারণ আমি যে তোমায় ভীষণ
ভালোবাসি ……….
দুঃখ দিতে সবাই পারে …
কিন্তু দুঃখ সইতে সবাই
পারে না …
কাঁদতে সবাই পারে ..
কিন্তু হাসতে সবাই পারে না …
বন্ধুত্ব সবাই করে ..
কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই
বুঝে না …..

আমাকে মিস করার মতো সময়
হয়তো তোমার হবে না জানি ….
কারণ, তোমার পৃথিবীতে আমি
ছাড়াও আরো অনেক আছে ….
কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া
আর কেউ নেই ……
তাইতো আজও
তোমাকে অনেক মিস করি …………
এই পৃথিবীতে
আমি সবচেয়ে Happy ,
কারণ কেউ
আমাকে Miss করবে না ,
হারিয়ে গেলেও
কেউ খুঁজবে না ,
আমার জন্য কারো চোখে
এক ফোঁটা জলও আসবে না ,
So I’am Very very Happy
মানুষ মৃত্যু থেকে
বাঁচার চেষ্টা করে ,
জাহান্নাম থেকে নয় !!
অথচ
মানুষ চেষ্টা করলে ,
জাহান্নাম
থেকে বাঁচতে পারে !
মৃত্যু থেকে নয় !!
Read Also:Impress your girlfriend with top-20 sweet love sms bangla

ভুল তোমার ছিল
তুমি বুঝতে পারনি ,
রাগ আমারও ছিল
কিন্তু আমি দেখাইনি ,
ভুলে যেতে আমিও পারতাম
কিন্তু চেষ্টা করিনি ,
কারণ ভুলে যাওয়ার জন্য
ভালোবাসিনি …………
ফুল দিয়ে প্রেম হয়
পাতা দিয়ে নয়
মেঘ দিয়ে বৃষ্টি হয়
আকাশ দিয়ে নয়
চাঁদ দিয়ে জোসনা হয়
তারা দিয়ে নয়
মন দিয়ে বন্ধু হয়
টাকা দিয়ে নয়
তাকেই ভালোবাসো ,
যার মনটা আগে কেউ একজন ভেঙ্গে ফেলেছে…
সে বুঝে মন ভাঙ্গার যন্ত্রনা কতটা কষ্টময়…
যদি তার হৃদয়ে একবার জায়গা নিতে পারো ,
তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনই চলে যাবে না !
তুমি চলে যাওয়ার পর
নতুন কিছু বন্ধু পেয়েছি ,
তবে একটু আলাদা
হ্যাঁ ওদের নাম দুঃখ
জানো ওরা তোমার মতো করে
আমার কাছে প্রমিস করে নি ,
যে তোমাকে ছেঁড়ে চলে যাবো না !
তুমি তো প্রমিস করে ছিলে
কোনো দিনও আমাকে ছেঁড়ে যাবে না
কিন্তু রাখনি তোমার দেয়া প্রমিস !
তুমি চলে গেছ !
দুঃখগুলো তোমার মতো আমাকে ছেঁড়ে যায় না ,
আমার অনেক কাছে থাকে ওরা সবসময় !
কেমন করে জানি
ওরা তোমার শূন্য স্হান টুকু পূরণ করে রেখেছে !

জীবনে যদি কাউকে ভালোবাসো
তাহলে এমন একজনকে ভালোবাসো
যাকে তুমি পাবে…..
কারণ ভালোবাসা পেয়ে খুশি হবার চেয়ে ,
হারানোর কষ্ট অনেক বেশি……….
সত্যিকারের ভালোবাসা হলো “আয়না” !
যার সামনে হাসলে সেও হাসে
কাঁদলে সেও কাঁদে ,
নাচলে সেও নাচে !
কিন্তু আঘাত করলে সে আঘাত করে না ,
বরং নিজেই ভেঙ্গে যায় !!
আমি কবিতা লিখতে শিখেছি
ছন্দ বানাতে শিখিনি
আমি গান গাইতে শিখেছি
সুর দিতে শিখিনি
আমি স্বপ্ন দেখতে পেরেছি
বাস্তব করতে পারিনি
মনে মনে ভালোবেসেছি
প্রকাশ করতে পারিনি
আমি কষ্ট পেতে শিখেছি
কিন্তু কষ্ট দিতে শিখিনি
সব শেষে আমি তোমাকে হারাতে চাইনি
তবুও তোমাকে হারাতে হয়েছে
তোমাকে ভেবে কাঁদতে চাইনি
তবুও কাঁদতে হয়েছে
সবার মাঝে থেকে মনের ব্যাথা
রেখে হাসতে শিখেছি
তোমাকে ভুলে থাকার হাজার চেষ্টা করেছি
কিন্তু ভুলতে পারিনি……….

যে তোমাকে ভালোবাসে
তাঁকে কষ্ট দিওনা
যার তোমাকে প্রয়োজন
তাঁকে ব্যস্ততা দেখিও না
যে তোমাকে বিশ্বাস করে
তারসাথে প্রতারণা করো না
যে তোমাকে মনে রাখে
তাঁকে ভুলে যেও না
যাকে তুমি ভালোবাসো
তার কাছ থেকে কিছু আশা করো না
আজও বেচেঁ আছি
তোমার দিকে চেয়ে
আজও বিশ্বাস করি
তুমি খুব ভালো বলে
আজও স্বপ্ন দেখি
তোমাকে পাব বলে
আজও তোমার ছবি আখিঁ হৃদয়ে
তোমাকে ভালোবাসি বলে ……
মেঘ বলে ডাকো যদি
বৃষ্টি হয়ে ঝড়বো
বাতাস বলে ডাকো যদি
খুশি হয়ে বইবো
ঝড় বলে ডাকো যদি
দুঃখ তোমার সইবো
সাথি বলে ডাকো যদি
সুখ দুঃখে রইবো ……..
মনের কষ্ট আর চোখের জল
কাউকে দেখাতে নেই
জিবন সুখের না হলে
কাউকে বলতে নেই
কারণ সবাই কষ্ট দিতে পারে
কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না……
এক ফোঁটা
শিশিরের কারণেও
বন্যা হতে পারে
যদি বাসাটা পিঁপড়ের হয়……..
তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও
সুখ পাওয়া যায়
যদি সেই ভালোবাসা খাঁটি হয়……….
সুখ কখনো ধরা যায় না
তাকে খুঁজে নিতে হয়…
দুঃখ কখনো দেখা যায় না
তাকে এড়িয়ে চলতে হয়…
বন্ধু কখনো পর হয় না
তাকে আপন করে নিতে হয়…
যদি তুমি কাউকে পাওয়ার
….. জন্য ভগবানের কাছে
প্রার্থনা করে না পাও …..
তবে মনে করবে অন্য কেউ
তোমাকে পাওয়ার জন্য …
প্রার্থনা করছে …………
যার প্রার্থনা তোমার চেয়েও
…. অনেক বেশি মূল্যবান ….
Read Also:Top 20 all-time best love sms in bangla language for love

মন দিতে না পারলে
মন ভেঙ্গো না
সুখ দিতে না পারলে
কষ্ট দিও না
ভালোবাসা না দিতে পারলে
অভিনয় করো না
অভিনয় করে কারো জিবন
—নষ্ট করো না—
Read also: Sad whatsapp dp

শেষ কথা:
আসা করব বন্ধুরা তোমাদের এই Romantic quotes in bengali,Bangla quotes,quotes bangla,love quotes bangla,bangla love quotes,bangla sad quotes,quotes in bangla,close friend friendship quotes bangla,good morning quotes bangla,bangla good morning quotes,sad quotes bangla,sad bangla quotes,bangla quotes about dreams,new bangla song quotes,bangla funny quotes,motivational quotes bangla,whatsapp funny quotes bangla,friendship quotes bangla,good morning bangla quotes,bf bangla quotes,bangla sad quotes about life,sad quotes bangla about life,love bangla quotes,bangla quotes romantic,bangla quotes love,good morning quotes in bangla,emotional bangla quotes,bangla romantic quotes,funny quotes bangla,bangla life quotes,bangla emotional quotes,romantic bangla quotes,bangla quotes about myself কালেকশন ভালো লেগেছে। তোমার মতা মতটি কমেন্ট সেকশনে লিখুন। ধন্যবাদ।
Nice and sweet quotes……
Nice to read your comment…..Thank you so much..
Nice love quotes collection.
Thanks, dear friend for your beautiful compliment.
Khub valo laglo quote guli.. ..
Dhnayabad bondhu….
Good
This images and quotes are very beautiful, I like your content thanks.
beautiful quotes
Lovely
Thanks