
২২২ টাকা প্ল্যানে ১৫জিবি হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। বেস প্ল্যান যতদিন চলবে ততদিন এই প্ল্যান বৈধ থাকবে। সঙ্গে থাকছে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। তবে নির্বাচিত গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
মাই জিও অ্যাপে লগ ইন করে এই রিচার্জ দেখতে পেলেই নতুন রিচার্জের সুবিধা পাওয়া যাবে। দৈনিক ডেটা ব্যবহারের সীমা শেষ হলেই এই প্যাকের ডেটা ব্যবহার করা যাবে।
এছাড়াও ২,৫৯৯ টাকা রিচার্জে মিলবে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। সঙ্গে থাকছে প্রতিদিন ২জিবি ডেটা। এছাড়াও এই রিচার্জে অতিরিক্ত ১০জিবি ডেটা দিচ্ছে জিও। দৈনিক ডেটার সীমা শেষ হলে এই ১০জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও সব জিও নম্বরে আনলিমিটেড কল করা যাবে। অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে নির্দিষ্ট টকটাইম। এছাড়াও ২,৫৯৯ টাকা রিচার্জে প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
এছাড়াও ৪০১ টাকা রিচার্জে মিলবে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে অতিরিক্ত ৬জিবি ডেটা দিচ্ছে জিও। দৈনিক ডেটার সীমা শেষ হলে এই ১০জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও সব জিও নম্বরে আনলিমিটেড কল করা যাবে। অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে ১,০০০ মিনিট টকটাইম। এছাড়াও ৪০১ টাকা রিচার্জে প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।