
গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্স থেকেও ব্যবহার করা যাবে JioMeet অ্যাপটি৷ অ্যান্ড্রয়েড ও iOS– সব ক্ষেত্রেই অ্যাপটি ফ্রি৷ কোনও টাকা লাগবে না৷
#মুম্বই: HD ভিডিও কনফারেন্সিং অ্যাপ লঞ্চ করল রিলায়েন্স Jio৷ JioMeet নামে এই হাই কোয়ালিটির এই অ্যাপটি Play Store ও App Store-এ রয়েছে৷ ব্যক্তিগত ও পেশাগত ব্যবহারের জন্য এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ রিলায়েন্স জিও-র আরও একটি যুগান্তকারী পদক্ষেপ৷ এই অ্যাপ-এ ১০০ জন একসঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারেন৷
এছাড়াও মিটিং সিডিউল বা স্ক্রিন শেয়ারও করা যাবে৷ করোনা পরিস্থিতিতে বেশির কর্মীই বাড়ি থেকে কাজ করছেন৷ যাবতীয় অফিসিয়াল মিটিং সারতে হচ্ছে ভার্চুয়াল উপায়েই৷ এ হেন পরিস্থিতিতে Jio-র এই অ্যাপ অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে নিঃসন্দেহে৷
গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্স থেকেও ব্যবহার করা যাবে JioMeet অ্যাপটি৷ অ্যান্ড্রয়েড ও iOS– সব ক্ষেত্রেই অ্যাপটি ফ্রি৷ কোনও টাকা লাগবে না৷
গত ৩০ এপ্রিল দেশজুড়ে ভিডিও কলিং সার্ভিস লঞ্চের কথা ঘোষণা করে রিলায়েন্স৷ মার্চের শেষের দিকেই প্লে স্টোরে এই অ্যাপটি ১ লক্ষের বেশি ডাউনলোড করা হয়ে গিয়েছিল৷