
এসএমএস এর মাধ্যমে ভোডাফোন আইডিয়া রিচার্জ করবেন কীভাবে?
শুরুতেই জানিয়ে রাখী এসবিআই, আইসিআইসিআই, অ্যাক্সিস, কোটাক ও ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক গ্রাহকরা এসএমএসের মাধ্যমে ভোডাফোন আইডিয়া রিচার্জ করতে পারবেন। এটিএম থেকে রিচার্জে নয়টি ব্যাঙ্কের সঙ্গে হাত মেলালেও পাঁচটি ব্যাঙ্কের গ্রাহক এসএমএসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ৯২২৩৪৪০০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে
এসএমএস ফর্ম্যাট: StopupUseridMPINVODAFONE/IDEA১০ ডিজিট মোবাইল নম্বরঅ্যামাউন্ট
আইসিআইসিআই ব্যাঙ্ক গ্রাহকদের ৯২২২২০৮৮৮৮ নম্বরে এসএমএস পাঠাতে হবে
এসএমএস ফর্ম্যাট: MTOPUPIDEA/VODAFONE১০ ডিজিট মোবাইল নম্বরঅ্যামাউন্টব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছটা সংখ্যা।
অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের ৯৭১৭০০০০০২/৫৬৭৬৭৮২ নম্বরে এসএমএস করতে হবে
এসএমএস ফর্ম্যাট: MOBILE১০ ডিজিট মোবাইল নম্বরIdea/Vodafoneঅ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছটা সংখ্যা।
কোটাক ব্যাঙ্ক গ্রাহকদের ৯৯৭১০৫৬৭৬৭ নম্বরে এসএমএস করতে হবে
এসএমএস ফর্ম্যাট: REC১০ ডিজিট মোবাইল নম্বর VODAFONE/IDEAঅ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা।
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক গ্রাহকদের ৯২১২২৯৯৯৫৫ নম্বরে এসএমএস করতে হবে
এসএমএস ফর্ম্যাট: MOB১০ ডিজিটের মোবাইল নম্বর VODAFONE/IDEAঅ্যামাউন্টডেবিট কার্ডের শেষ চারটি নম্বর।
এসএমএস ও মিসড কলের মাধ্যমে ভোডাফোন আইডিয়া নম্বর রিচার্জ করবেন কীভাবে?
এসএমএস ও মিসড কলের মাধ্যমে দ্রুত রিচার্জ করা যাবে। এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের ৭৩০৮০৮০৮০৮ নম্বরে এসএমএস করে রিচার্জ করতে হবে।
স্টেপ ১। ACT VODAFONE/IDEAব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ পাঁচটা সংখ্যা
স্টেপ ২। FAV98XXXXXXXXঅ্যামাউন্ট
স্পেস ৩। ৭৩০৮০৮০৮০৮ নম্বরে মিসড কল দিন।
ইতিমধ্যেই গোটা দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া। এছাড়াও আইডিয়া রিচার্জ আউটলেট থেকে ভোডাফোন গ্রাহকরা ও ভোডাফোন রিচার্জ আউটলেট থেকে আইডিয়া গ্রাহকরা রিচার্জ করতে পারবেন।