চুমুর সময় আমাদের চোখ বন্ধ হয়ে আসে। কখনও ভেবে দেখেছেন, কেন এমনটা হয় ?

আজ, ৬ জুলাই ওয়ার্ল্ড কিসিং ডে বা বিশ্ব চুম্বন দিবস। ২০০০ সাল নাগাদ ব্রিটেনে শুরু হয়েছিল ওয়ার্ল্ড কিস ডে-র সেলিব্রেশন। চুমু… রোম্যান্সের শেষ কথা! শুধু প্রেমই নয়! দীর্ঘ দিন সুস্থ থাকা, মেদ ঝড়ানো থেকে শুরু করে হার্ট ভাল রাখার অন্যতম উপাদানও জমিয়ে চুমু খাওয়া! বহু যুগ ধরেই নানা গবেষণা এমনটাই দাবি করছে। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন কি, চুমুর সময় আমাদের চোখ বন্ধ হয়ে আসে। কখনও ভেবে দেখেছেন, কেন এমনটা হয় ? (Photo Source: Collected)


গবেষকদের মতে, এই সময় মস্তিষ্কে ভাললাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একই সঙ্গে দুটো কাজ ভাল করে করতে পারে না। তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়কে গুরুত্ব দিয়ে মস্তিষ্ক চোখকে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশ পাঠায় । (Photo Source: Collected)


কিন্তু কেন এমন করে মস্তিষ্ক? লন্ডন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীদের মতে, দৃষ্টিশক্তি ও বোধশক্তি অন্য দিকে ব্যস্ত থাকলে আমাদের সেন্সরি অর্গানরা আর কোনও ইন্দ্রিয়কে অত গুরুত্ব দেয় না। তাই চোখ খোলা থাকলে চুমু থেকে সবটুকু আনন্দ পাওয়া যায় না। (Photo Source: Collected)




তবে, জোর করে চুমু খেতে গেলে ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখায় মস্তিষ্ক(Photo Source: Collected)


কিন্তু শুধু চুমু নয়, যে কোনও আনন্দদায়ক বিষয়কে উপভোগ করতে গেলেও চোখের পেশীরা শিথিল হয়ে যায়। তাই ভাল গান শোনা বা সুস্বাদু রান্না চেখে দেখার সময়ও লক্ষ্য করবেন চোখ বন্ধ হয়ে আসে। (Photo Source: Collected)