ফটোগ্রাফি প্রেমীদের জন্য বাজারে এল Motorola-র নতুন ফোন One Fusion+

আজ, ৬ জুলাই ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Motorola-র নতুন স্মার্টফোন One Fusion+। এই ফোনের বিশেষ আকর্ষণ এর কোয়াড রিয়ার ক্যামেরা, পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে রয়েছে ৫০০০mAh-এর ব্যাটারি। আজ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে এই মিড রেঞ্জের স্মার্টফোনটি। রয়েছে অনেক অফারও।


এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, রেজোলিউশন ১,০৮০X২,৩৪০ পিক্সল। ফোনের ভিরতে রয়েছে Snapdragon 730G প্রসেসর, সঙ্গে ৬ জিবি RAM।


Motorola One Fusion+ ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, ৪ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স, ৫ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সলের পপ আপ ক্যামেরা।


ফোনে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে ফোনের স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে একটি নির্দিষ্ট বাটন।


এই স্মার্টফপনে স্মার্টফোনে রয়েছে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৫ ওয়াট-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Motorola One Fusion+ রয়েছে ব্লুটুথ ভার্সন ৫.০, ওয়াই ফাই ৮০২.১১এসি, জিপিএস, ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্ট টাইপ-সি আর ৪জি VoLTE।


এই ফোনের ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোন টুইলাইট ব্লু আর মুনলাইট হোয়াইট রঙে পাওয়া যাবে। Motorola One Fusion+-এর বিক্রি শুরু হবে ২৪ জুন দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে।