ফটোগ্রাফি প্রেমীদের জন্য বাজারে এল Motorola-র নতুন ফোন One Fusion+



এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, রেজোলিউশন ১,০৮০X২,৩৪০ পিক্সল। ফোনের ভিরতে রয়েছে Snapdragon 730G প্রসেসর, সঙ্গে ৬ জিবি RAM।


Motorola One Fusion+ ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, ৪ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স, ৫ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সলের পপ আপ ক্যামেরা।




এই স্মার্টফপনে স্মার্টফোনে রয়েছে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৫ ওয়াট-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Motorola One Fusion+ রয়েছে ব্লুটুথ ভার্সন ৫.০, ওয়াই ফাই ৮০২.১১এসি, জিপিএস, ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্ট টাইপ-সি আর ৪জি VoLTE।


এই ফোনের ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোন টুইলাইট ব্লু আর মুনলাইট হোয়াইট রঙে পাওয়া যাবে। Motorola One Fusion+-এর বিক্রি শুরু হবে ২৪ জুন দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে।