পুজো পার্বণ থেকে উপনয়ন , বিয়ে থেকে নানান ধরনের অনুষ্ঠানে পানের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে
1/ 5

গ্রাম বাংলার এক পরিচিত চাষ পান চাষ ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পান চাষ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷


মেদিনীপুর, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে পান চাষ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷


পান চাষ করতে গেলে পানের বরজ বিশেষ ধরনের করতে হয় ৷ যেখানে জল দাঁড়াতে পারেনা উঁচু জমিতে পান চাষ করতে হয় যাতে পান গাছের গোড়ায় জল জমে গাছের ক্ষতি না করে ৷ প্রতীকী ছবি ৷


পান চাষ করে অনেকেই জীবিকা নির্বাহ করে আসছেন ৷ এটি কোনও নতুন বিষয় নয়, বহু বছর ধরেই প্রচলিত রয়েছে পান চাষ ৷ প্রতীকী ছবি ৷


বাঙালির বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান উৎসবে আনন্দে পানের কদর যে রয়েছে ৷ পুজো পার্বণ থেকে উপনয়ন , বিয়ে থেকে নানান ধরনের অনুষ্ঠানে পানের ব্যবহার প্রাচীন কাল থেকেই হয়ে আসছে ৷ প্রতীকী ছবি ৷