লকডাউনের মধ্যেই পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷
লকডাউনের মধ্যেই পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ জানা গিয়েছে, হিমাচল প্রদেশের প্রশাসনের থেকে বিশেষ অনুমতি নিয়েই মানালির পাহাড়ি উপত্যকায় পিকনিকে মেতে উঠেছিলেন কঙ্গনা ৷ সেই পিকনিকের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন কঙ্গনা ৷
ভিডিওতে দেখা গিয়েছে, ঝর্নার পাশে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে আনন্দে আত্মহারা কঙ্গনা ৷ বোন রঙ্গোলিকে সঙ্গে নিয়ে পাহাড়ি পথে ছুটে বেড়াচ্ছেন কঙ্গনা ৷ কখনও নাচছেন পুরনো হিন্দি গানে ৷ কখনও আবার পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যাচ্ছেন গাড়ির চাকার মতো ৷
লকডাউনের মাঝে এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিতর্কের মাঝে কঙ্গনা যে নিজের পরিবারকে নিয়ে দারুণ আনন্দে মেতেছিলেন তা স্পষ্ট তাঁর ভিডিওতেই ৷