Name ringtone maker

পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়লেন কঙ্গনা, ফ্যামিলি পিকনিকে হইচই ! Kangana Ranauts Lockdown Picnic Amid Manalis Greenery Is What We Need Right Now

instant loan app without any income proof

instant loan app without any income proof

লকডাউনের মধ্যেই পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷

লকডাউনের মধ্যেই পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ জানা গিয়েছে, হিমাচল প্রদেশের প্রশাসনের থেকে বিশেষ অনুমতি নিয়েই মানালির পাহাড়ি উপত্যকায় পিকনিকে মেতে উঠেছিলেন কঙ্গনা ৷ সেই পিকনিকের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন কঙ্গনা ৷

ভিডিওতে দেখা গিয়েছে, ঝর্নার পাশে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে আনন্দে আত্মহারা কঙ্গনা ৷ বোন রঙ্গোলিকে সঙ্গে নিয়ে পাহাড়ি পথে ছুটে বেড়াচ্ছেন কঙ্গনা ৷ কখনও নাচছেন পুরনো হিন্দি গানে ৷ কখনও আবার পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে যাচ্ছেন গাড়ির চাকার মতো ৷

instant loan app without any income proof

লকডাউনের মাঝে এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিতর্কের মাঝে কঙ্গনা যে নিজের পরিবারকে নিয়ে দারুণ আনন্দে মেতেছিলেন তা স্পষ্ট তাঁর ভিডিওতেই ৷

instant loan app without any income proof

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!