বেশ কয়েকটি চিনা অ্যাপ ভারতের অত্যন্ত জনপ্রিয় ছিল৷ TikTok, ইউসি ব্রাউজারের মতোই আরও একটি চিনা অ্যাপ CamScanner-ও ভারতে জনপ্রিয় অ্যাপ ছিল৷ সরকারের নিষিদ্ধ তালিকায় রয়েছে ওই অ্যাপটি৷ চিনের অ্যাপগুলি বন্ধ হতেই ওই অ্যাপগুলির বিকল্প অ্যাপ স্টোরে খুঁজছেন ব্যবহারকারীরা৷ এই সুযোগে ভারতের স্টার্টআপগুলি এগিয়ে আসছে চিনা অ্যাপগুলির বিকল্প নিয়ে৷

বেশ কয়েকটি চিনা অ্যাপ ভারতের অত্যন্ত জনপ্রিয় ছিল৷ TikTok, ইউসি ব্রাউজারের মতোই আরও একটি চিনা অ্যাপ CamScanner-ও ভারতে জনপ্রিয় অ্যাপ ছিল৷ সরকারের নিষিদ্ধ তালিকায় রয়েছে ওই অ্যাপটি৷ চিনের অ্যাপগুলি বন্ধ হতেই ওই অ্যাপগুলির বিকল্প অ্যাপ স্টোরে খুঁজছেন ব্যবহারকারীরা৷ এই সুযোগে ভারতের স্টার্টআপগুলি এগিয়ে আসছে চিনা অ্যাপগুলির বিকল্প নিয়ে৷


CamScanner-এর বিকল্প হিসেবে ভারতীয় স্টার্টআপ সংস্থার বাজি হল Kaagaz Scanner (কাগজ স্ক্যানার)৷ অ্যাপটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে একদিনেই ১ লক্ষ ডাউনলোড করা হয়েছে৷ CamScanner বন্ধ হওয়ার পরেই৷ Kaagaz Scanner কী? ক্যামস্ক্যানার-এ যে কাজগুলি হত, ঠিক একই কাজ হবে Kaagaz Scanner-এও৷ দরকারি নথিপত্র স্ক্যান করে, সেই নথি আরেকটি অ্যাপ-এর ক্লাউড সার্ভারে জমা করত স্ক্যামস্ক্যানার৷ Kaagaz Scanner-এও একই কাজ হয়৷ একেবারে ভারতীয় অ্যাপ৷


LinkedIn-এ এই অ্যাপটি সম্পর্কে Sorted AI নামে স্টার্টআপ-এর কর্ণধার গৌরব শ্রীশ্রীমল একটি পোস্টে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকার ও আত্মনির্ভর ভারত অভিযানে সাড়া দিয়ে আমরা Kaagaz Scanner বানিয়েছি৷ চিনের অ্যাপ বন্ধ হওয়ার খবর পেতেই, আমরা সব হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল মিডিয়ায় অ্যাপটি পুশ করছি৷ খুব সোজা একটি অ্যাপ৷ ইনস্টলও করতে শুরু করেছেন বহু মানুষ৷’


তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্যামস্ক্যানারের বিকল্প হতে গেলে আরও কিছু সময় লাগবে Kaagaz Scanner-এর৷ Kaagaz Scanner ব্যবহার করা উচিত হবে? কোনও নতুন অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করে নেবেন ওই অ্যাপ-এর প্রাইভেসি পলিসি কোনও স্বাধীন ও নির্ভরযোগ্য সংস্থা দ্বারা ভেরিফায়েড কি না৷ যে হেতু এটি একটি ভারতীয় অ্যাপ, তাই এর প্রাইভেসি পলিসি কোনও রকম ডেটা লিক হওয়া থেকে সুরক্ষিত করা থাকা উচিত৷


তবে গুগল প্লে স্টোরে Kaagaz Scanner-এর রেটিং ভালো৷ তবে যাঁরা অভিযোগ জানিয়েছেন অ্যাপটি সম্পর্কে, তাঁরা মূলত বলছেন, প্রচুর bug, স্লো প্রসেসিং স্ক্যান৷ আরও কিছু উন্নতি করতে হবে অ্যাপটিতে৷