Name ringtone maker

জুম-কে টেক্কা দিতে দুর্দান্ত ফিচার নিয়ে এল জিওমিট | JioMeet App Launched As Indian Alternative To Zoom

instant loan app without any income proof
জুম-কে টেক্কা দিতে দুর্দান্ত ফিচার নিয়ে এল জিওমিট

ইতিমধ্যেই অ্যানড্রয়েড, আইওএস, উইন্ডোজ,, ম্যাক অপারেটিং সিস্টেম ও ওয়েব প্ল্যাটফর্মের জন্য লঞ্চ হয়েছে জিওমিট। বৃহস্পতিবার বিটা টেস্টিংয়ের পরে এই অ্যাপ লঞ্চ করেছে কোম্পানিটি।

instant loan app without any income proof

এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় কনফারেন্স অ্যাপ জুম। সেই অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ ৪০ মিনিট একটি একটি ভিডিও কনফারেন্সে করা যায়। যদিও জিওর তরফ থেকে জানানো হয়েছে জিওমিট ব্যবহার করে চাইলে ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও কনফারেন্স করা সম্ভব। এছাড়াও প্রত্যেকটি ভিডিও কনফারেন্স পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত রাখা যাবে।

প্লে স্টোরে অ্যাপ লিস্টিংয়ে জানানো হয়েছে ডাউনলোডের পরে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সাইন ইন করা যাবে।

জিওমিট ব্যবহার করে ভিডিও কনফারেন্সে হাই ডেফিনিশনে ভিডিও ও অডিও কল করা যাবে। প্রতিদিন যত খুশি ভিডিও কনফারেন্স শুরু করা যাবে। প্রত্যেক ভিডিও কনফারেন্স ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। একটি মাত্র ক্লিকে কনফারেন্স কল শুরু করা যাবে।

instant loan app without any income proof

এছাড়াও থাকছে ওয়েটিং রুম ফিচার। এর ফলে প্রত্যেক গ্রাহককে অনুমতি নিয়ে ভিডিও কনফারেন্সে প্রবেশ করতে হবে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ৫ লক্ষ ডাউনলোড হয়েছে এই অ্যাপ। সম্প্রতি ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এর পরেই জিওমিট সামনে আসার কারণে শুরুতেই জনপ্রিয়তা বাড়তে পারে।

সম্প্রতি ১১ টি লগ্নী-কারির কাছ থেকে ১.১৭ লক্ষ কোটি টাকা লগ্নি পেয়েছে জিও। এই তালিকায় অন্যতম নাম ইনটেল ও ফেসবুক।

instant loan app without any income proof

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!