Name ringtone maker

আরোগ্য সেতু: সরকারের করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করবেন কীভাবে? | Coronavirus Tracker Aarogya Setu Launched By Government: How To Use App

instant loan app without any income proof
আরোগ্য সেতু: সরকারের করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করবেন কীভাবে?

অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আরোগ্য ও সেতুর মধ্যে কোন স্পেস থাকছে না। ‘AarogyaSetu’ নামে এই অ্যাপ সার্চ করুন।

instant loan app without any income proof

এই অ্যাপ ইন্সটল করার পরে প্রথমেই ভাষার পছন্দ করতে বলবে। বাংলা, ইংরাজি ও হিন্দি ছাড়াও বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে। নিজের পছন্দের ভাষা সিলেক্ট করুন।

ইনফরমেশন স্ক্রিনের পরে রেজিস্টার বাটন সিলেক্ট করুন।

ব্লুটুথ ও জিপিএস ডেটা ব্যবহার করে ট্র্যাকিং করবে আরোগ্য সেতু। এই দুই পার্মিশন দিয়ে দিন।

instant loan app without any income proof

রেজিস্ট্রেশনের জন্য ১০ ডিজিটের ফোন নম্বর টাইপ করুন। এর পরে একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে।

ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকির পরিমাণ জানিয়ে দেবে এই অ্যাপ। সবুজ রঙ দেখালে আপনার সংক্রমণের সম্ভাবন কম।

হলুদ রঙ দেখালে আপনার সংক্রমণের সম্ভাবনা বেশি। এই সময় হেল্প লাইনে ফোন করার টোল ফ্রি নম্বর জানিয়ে দেওয়া হবে।

নিজেই নিজের ঝুঁকির পরিমাণ বুঝে নিয়ে একটি পরীক্ষার অংশ নিতে পারবেন।

হেল্প সেন্টারে গিয়ে নিজের শহর সিলেক্ট করে বিভিন্ন তথ্য পাবেন।

instant loan app without any income proof

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!