Name ringtone maker

শুরু হল জিওমার্ট পরিষেবা, হোয়াটসঅ্যাপ থেকে মুদিখানা অর্ডার করবেন কীভাবে? | How to order groceries via JioMart on WhatsApp

শুরু হল জিওমার্ট পরিষেবা, হোয়াটসঅ্যাপ থেকে মুদিখানা অর্ডার করবেন কীভাব

আপাতত মহারাষ্ট্রের নভি মুম্বাই ও কল্যাণ এলাকায় জিওমার্ট পরিষেবা শুরু হলেও ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে পড়বে মুকেশ আম্বানির ই-কমার্স ব্যবসা। হোয়াটসঅ্যাপে জিওমার্ট থেকে রিচার্জ করতে নিজের স্মার্টফোনে ৮৮৫০০০৮০০০ নম্বর সেভ করতে হবে।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে জিওমার্ট থেকে অর্ডার করবেন কীভাবে?

শুরুতে নিজের ফোনে জিওমার্টের হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করুন। নম্বরটি হল ৮৮৫০০০৮০০০।

এবার এই নম্বরে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠান।

এবার জিওমার্টের তরফ থেকে আপনার কাছে একটি লিঙ্ক পাঠানো হবে। সেখানে নিজের মোবাইল নম্বর, ঠিকানা ও নাম দিয়ে অর্ডার শুরু করুন।

এর পরে উপলব্ধ সামগ্রীর তালিকা দেখতে পাবেন। প্রত্যেক জিনিসের সঙ্গে দাম লেখা থাকবে।

প্রয়োজনীয় জিনিস পছন্দ করে অর্ডার করলে সেই জিনিসের তালিকা নিকটবর্তী মুদি দোকানে পৌঁছে যাবে।

কোন দোকানে অর্ডার গেল তা গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।

এর পরে আপনার অর্ডার ডেলিভারির জন্য প্রস্তুত হলে আরও একটি মেসেজ পাবেন।

দুই দিনের মধ্যে সেই দোকানে গিয়ে আপনাকে নিজের জিনিস নিয়ে আসতে হবে।

আপাতত বাড়ি বাড়ি ডেলিভারি শুরু করছে না মুকেশ আম্বানির কোম্পানি।

অনলাইন পেমেন্টের পরিবর্তে শুধুমাত্র নগদে কেনাকাটা করা যাবে।

জিওমার্টের পাঠানো লিঙ্ক ৩০ মিনিট বৈধ থাকবে। তাই লিঙ্ক পাওয়ার ৩০ মিনিটের মধ্যে অর্ডার শেষ করতে হবে।

আমাজন ও ফ্লিপকার্টকে টক্কর দিতে নতুন মডেলে ই-কমার্স পরিষেবা শুরু করেছে রিলায়েন্স জিও। এর ফলে স্থানীয় দোকান থেকেই অনলাইনে কেনাকাটা করার সুবিধা পাবেন গ্রাহকরা।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.