
এর পরে মিটিংয়ে অথবা বন্ধুদের সামনে গোপনে হোয়াটসঅ্যাপ অডিও মেসেজ ব্যবহার করতে চাইলে মেসেজ প্লে করেই ফোনের ইয়ারপিস কানের পাশে ধরুন। এর ফলে স্পিকারে অডিও মেসেজ প্লে না হয়ে ফোনের ইয়ারপিসে মেসেজ প্লে হবে। কানে ফোন ধরে ফোন করার সময় ইয়ারপিসে আওয়াজ যেমন কেউ শুনতে পান না ঠিক তেমনই হোয়াটসঅ্যাপ মেসেজের আওয়ার আপনি ছাড়া আর কেউ শুনতে পাবেন না।
গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। রোজকার মেসেজ পাঠাতে হোয়াটসঅ্যাপে নিয়মিত কয়েক কোটি মেসেজ পাঠান গোটা বিশ্বের গ্রাহকরা। নতুন বছরের প্রাক্কালে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে সেই সব রেকর্ড ছাপিয়ে গেল। সম্প্রতি এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর গোটা বিশ্বে মোট ১০০ মিলিয়ন মেসেজ পাঠানো হয়েছে।
বছরের শুরুতেই বিবৃতি প্রকাশ করে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ২৪ ঘণ্টা সময়ে মোট ১০০ বিলিয়ন মেসেজ পাঠিয়েছেন বিশ্বব্যাপী গ্রাহকরা। এর আগে কখনও এক দিনে হোয়াটসঅ্যাপে এতো মেসেজ পাঠানো হয়নি। ১০০ বিলিয়ন মেসেজের মধ্যে ১২ বিলিয়ন ছবি পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা।
বিশ্বব্যাপী মেসেজিংয়ের নতুন রেকর্ড হলেও এর মধ্যে ভারতবাসীরাও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ৩১ ডিসেম্বর শুধুমাত্র ভারত থেকে ২০ বিলিয়ন মেসেজ পাঠানো হয়েছিল।