জেনে নিন কীভাবে WhatsApp স্টেটাস লুকোবেন কোনও বিশেষ নম্বরের থেকে


হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। হোয়াটসঅ্যাপ স্টেটাস ব্যবহারকারীদের মধ্যে খুব জনপ্রিয় একটি ফিচার। সেটা হল, হোয়াটসঅ্যাপের স্টেটাস সেকশনে গিয়ে ব্যবহারকারীরা নিজের কন্ট্যাক্টসদের আলাদা আলাদা স্টেটাস দেখতে পাওয়া যায়।


অনেক ব্যবহারকারীরা ইচ্ছে করলেও নিজে স্টেটাস দিতে পারেন না ৷ কারণ তাঁরা চান না তাঁদের সেই স্টেটাস সবাই দেখুক। কিন্তু হোয়াটসঅ্যাপে এমন কিছু সেটিংস আছে যা করে রাখলে আপনি নিজের ইচ্ছে মতো স্টেটাস দিতে পারবেন, আর যাঁদের সেই স্টেটাস দেখাতে চান না, তাঁরা দেখতে পাবেন না ৷


অ্যান্ড্রয়েডে কী ভাবে লুকাবেন হোয়াটসঅ্যাপ স্টেটাস – সবার প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুণ আর তারপর স্টেটাসে ট্যাপ করুন। এরপরে ডান দিকে থাকা তিনটি ডটে গিয়ে ক্লিক করুণ। এখানে আপনি স্টেটাস প্রাইভেসি অপশন দেখতে পাবেন।




আইফোন ব্যবহারকারীরা, হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস এ যান। তারপর সেখান অ্যাকাউন্টে গিয়ে প্রাইভেসিতে যান। সেখানে আপনি স্টেটাসে ট্যাপ করুণ। এবার আপনি My Contacts, My Contacts Except আর only with share এই তিনটি অপশন দেখাতে পাবেন। এখান থেকে My Contacts Except অপশনে ক্লিক করুন ৷


এবার আপনার সামনে কন্ট্যাক্ট লিস্ট খুলে যাবে ৷ এখান থেকে আপনি সেই নামগুলি বেছে নিন যাঁদের থেকে আপনি স্টেটাস লুকোতে চান।