
সবার পক্ষে নিজের চুলের জন্য এত সময় দেওয়া বা যত্ন নেওয়া সম্ভব নয় ৷ তাদের জন্য কিছু টিপস দিলেন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব ৷
#কলকাতা: বাজারে শ্যাম্পু-কন্ডিশনারের কোনও অভাব নেই ৷ সব সংস্থারই বিজ্ঞাপনে একটা বিষয় খুবই কমন থাকে, যে এই শ্যাম্পু বা কন্ডিশনার লাগালেই চুলের সব সমস্যার সমাধান হবে ৷ চুল হবে ঘন এবং ঝকঝকে ৷ কিন্তু সত্যি কি তাই ? চুল ভাল রাখতে নিজেকে যে আরও বেশি যত্নশীল হতে হয়, তা কারোরই অজানা নয় ৷ এর জন্য অনেকেই মাসে দু’বার অন্তত হেয়ার স্পা-ও করে থাকেন ৷ কিন্তু সবার পক্ষে নিজের চুলের জন্য এত সময় দেওয়া বা যত্ন নেওয়া সম্ভব নয় ৷ তাদের জন্য কিছু টিপস এবার দিলেন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব ৷ সাংবাদিক সিদ্ধার্থ সরকারকে জানালেন চুল সুন্দর রাখার কিছু সহজ উপায় ৷
• ভারতের আবহাওয়ায় চুলের স্বাস্থ্য এবং কোয়ালিটি বজায় রাখা নিয়ে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়েন৷ এর থেকে বাঁচার সহজ উপায় কী?
জাভেদ হাবিব: আমি মনে করি, ‘দিজ কান্ট্রি ইজ মিসিং দ্য হেয়ার এডুকেশন’৷ চুলের জন্য শুধুমাত্র বাজারের বিভিন্ন প্রডাক্ট বিভিন্ন সময় কিনতে বেশি আগ্রহী থাকেন এদেশের মানুষ ৷ সহজ উপায়ে যদি চুলের যত্ন নিতে হয়, তাহলে আমি বলব প্রতিদিন শ্যাম্পু করাটা বাধ্যতামূলক ৷ আরও ভাল হয়, যদি রোজ শ্যাম্পু করার দশ মিনিট আগে মাথায় তেল লাগানো যায় ৷ আর সেই তেল হবে অবশ্যই সর্ষের তেল ৷ কারণ ভারতের ক্লাইমেটে সর্ষের তেল চুলের জন্য সবচেয়ে উপকারি ৷
আপনি নিশ্চয় আমাকে এখন জিজ্ঞেস করবেন, শ্যাম্পুতে তো কেমিক্যাল রয়েছে ৷ আমি বলব কেমিক্যাল কোন জিনিসে নেই ? সাবান, টুথপেস্ট সবকিছুতেই ৷ তাহলে ওগুলো যদি রোজ আমরা ব্যবহার করতে পারি, তাহলে শ্যাম্পুই বা নয় কেন ৷
• শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোটা কী তেলের বিকল্প হতে পারে?
জাভেদ হাবিব: দেখুন কন্ডিশনার জিনিসটা চুলের টেক্সচারের উপর নির্ভর করে৷ এক এক ধরনের চুলের ক্ষেত্রে এক এক ধরনের কন্ডিশনার৷ তাই সবচেয়ে ভাল হয়, রোজ তেল এবং শ্যাম্পু লাগানো ৷ তাহলেই অনেক সমস্যার সমাধান হতে পারে৷ কলকাতা বা পূর্ব ভারতে যেমন বড় এবং ‘সিম্পল’ চুলের ট্রেন্ড ৷ কিন্তু এখানকার আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ অনেক বেশি ৷ তাই চুলে এবং ত্বকে তেলচিটে ভাবটাও বেশি থাকে৷ এখানে তো প্রতিদিন শ্যাম্পু করাটা মাস্ট ৷
• হেয়ার কাটিং-এর ট্রেনিং-এর বিষয়টি যদি একটু বিষদে বলেন৷ এবং এই হেয়ার স্টাইলিং শিল্পকে কীভাবে নিজেদের প্রফেশন হিসেবে আজকালকার ছেলেমেয়েরা নিচ্ছে বলে আপনি মনে করেন?
জাভেদ হাবিব: আমি মনে করি একজন ভাল হেয়ার স্টাইলিস্টের কাজ একজন ডাক্তারের মতোই ৷ একটা ভাল হেয়ার কাটিং একজন মানুষের পুরো পার্সোন্যালিটি বদলে দিতে পারে ৷ চুল কাটার শিল্প এমনই যে তা যে কারোর বয়স এক নিমেষে কমিয়ে দিতে পারে ৷ এবং চুল কাটার পর একজনের ‘লুকস’ আরও বেশি ফ্রেশ লাগতে পারে ৷ হেয়ার কাটিং-এর শিল্পকে এখন আর নাপিতের কাজ বলা যেতে পারে না ৷ এর যথাযথ প্রশিক্ষণের জন্য অবশ্যই আপনাকে যেতে হবে একটা ভাল ট্রেনিং স্কুল এবং পাঠশালায় ৷ মুম্বই-দিল্লি থেকে হায়দরাবাদ-কলকাতা সর্বত্রই আমি এই কাজের উদ্দেশ্যে ঘুরে বেড়াই ৷ এই শহরেও আমার অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে ৷ চুল ভাল রাখার জন্য তাই প্রতিদিন এই সহজ উপায় যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি ৷