প্রিয় ভিজিটর আপনি এক জন ব্লগার? বা আপনার যেকোনো ধরনের একটি ওয়েবসাইট আছে? তো এটা আপনি আমার সাথে এক মত হবেন যে যদি আপনার ওয়েবসাইট এ কোনো ভিজিটর না আসে। তাহলে আপনার ওই ওয়েবসাইট আপনাকে কোনো রকম সফল ফলা ফল দেবে না।
আমি নিশ্চিত রুপে বলতে পারি যে আপনি আপনার ওয়েবসাইট এ ভিজিটর আনার জন্য এস ই ও এর ব্যবহার অবশ্যই করে থাকেন। আর যখন SEO এর প্রসঙ্গে এসেছি তাহলে , আপনি কি খেয়াল করেছেন বিগত ৫ বছরে এস ই ও তে কি পরিবর্তন হয়েছে?
আসা করি অবশ্যই এটা খেয়াল করেছেন এই ৫ বছর এ এস ই ও করে গুগল এর প্রথম পাতায় র্যাঙ্ক করা কত খানি কঠিন কাজ হয়ে পড়েছে।
কিন্তু বলতে পারবেন কেন SEO দিন দিন এত কঠিন হয়ে পড়ছে ?
বেশির ভাগ এস ই ও পারদর্শীদের মতে, এর কারন হল Google এর জটিল এল্গোরিথম। এবং গুগল আপনার ওয়েবসাইট এর স্পীড, ব্র্যান্ড কুয়ারি, আরো ১০০ ধরনের কারনের উপর নির্ভর করে। কিন্তু ৫ বছর আগে এগুলি এত গুরুত্বপূর্ণ ছিল না।
কিন্তু এটি আশলে এর অর্ধেক গ্লপ মাত্র। এস ই ও এর দিন দিন এত কঠিন হয়ে পড়ার আংশিক কারন হল গুগল এর ক্রমাগত পরিবর্তনশীল এল্গোরিথম।
এখানে হচ্ছে টা কি বেশিরভাগ এস ই ও পারদর্শী সেটার উপর কথা বলছে না জেটাতে আপনাকে আসলেই নজর দিতে হবে।
Google এর সদা পরিবর্তনশীল লে আউট
আপনি জখন গুগল কোনো কিছু সার্চ করেন তখন কি দেখতে পান?
হ্যাঁ, কিছু Organic লিস্টিং আর কিছু টাকা দিয়ে দেখানো বিজ্ঞাপন এর লিস্টিং।
আর এই ভাবে গুগল বছরের পর বছর সার্চ রেজাল্ট দেখিয়ে আসছে। যা মূল ধারনার সাথে অপরিবর্তিত আছে।
কিন্তু বিগত কিছু বছর ধরে গুগল তার লে আউট এ ছোট খাটো ফের বদল করেছে। যা এখন খুব বড় ধরনের পরিবর্তন যোগ করেছে গুগল লে আউট এ।
চলুন দেখে নেওয়া যাক গুগল সার্চ রেজাল্ট লে আউট ২০১৩,২০১৪,২০১৫ এর সাথে ২০১৯ এর সার্চ রেজাল্ট লে আঊট এর তফাত কি?
২০১৩ এর সাথে ২০১৯ এর লে আউট এর তফাত।
লক্ষ্য করে দেখুন Organic লিস্টিং ২০১৯ এর লে আউট এ সরা সরি নিচে ঠেলে দেওয়া হয়েছে। উপরে আছে বিজ্ঞাপন দ্বারা লিস্টিং।
২০১৪ এর সাথে ২০১৯ এর লে আউট এর তফাত।
২০১৫ এর সাথে ২০১৯ এর লে আউট এর তফাত।
তাহলে এখন নিসচই বুঝতে পারছেন কিভাবে Organic লিস্টিং কিভাবে নিচে ঠেলে দেওয়া হচ্ছে।
এটা গেল লে আউত এর পরিবর্তনের কথা। এবার আসা জাক আরও একটি বড় ট্রেন্ড featured snippets এ।
এই featured snippets আপনাকে অনেক বেসি ভিজিট্র ড্রাইভ করাতে পারে। আবার গুগল তার ভিজিটরকে একটি উত্তর সহ সার্চ রেজাল্ট দেখাবে যার ফলে উজার আপনার ওয়েবসাইট ভিজিট না করেও তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে।ফলে আপনার ক্লিক থ্রো রেট কমার স্মভাবনাও থাকে।
উদাহরণ-
এবার বুঝতে পেরেছেন তো। এমনিতে Organic লিস্টিং নিচে নামছে তার পরে featured snippets এর দ্বারা উজার তার উত্তর আপনার ওয়েবসাইট এ না ভিজিট করেই পেয়ে যাচ্ছে।
তার মানে Organic লিস্টিং দিনে দিনে ক্লিক ও কম পাচ্ছে।
এখানেই শেষ নয় ।
বলুন দেখি গুগল এর প্রথম পাতায় কত গুলি Organic লিস্টিং থাকে?
১০ টি তাই তো?
না গুগল সব সময় ১০ টি সার্চ রেজাল্ট দেখায় না।
একটি লেখ চিত্রের দ্বারা এটি দেখানোর চেস্টা করলাম। গুগল কত বার ১০ টি Organic লিস্টিং দেখায় না।
হ্যাঁ ১৮% বার গুগল ১০ টির কম Organic লিস্টিং সম্পন্ন সার্চ রেজাল্ট দেখায়।
এস ই ও এর ভবিষ্যৎ
মনে রাখবেন গুগল অন্ধের মত সার্চ রেজাল্ট লে আউট পরিবর্তন করছে না। গুগল প্রতিনিয়ত সার্ভে, এবং পরীক্ষা নিরীক্ষা করার পর এগুলি স্থির করে যে কিভাবে তার উজার কে সব চেয়ে ভালো সারবিস দেবে।
আর জদি লে আউট পরিবর্তন এর কথায় আসি তাহলে বলব গুগল বছরের পর বছর ধরে এই পরিবর্তন গুলি করছে।
আপনাকে এগুলি মানতে হবে-
আরও বেসি Snippets-
সবাই জত তাড়া তাড়ি সম্ভব তাদের প্রশ্নের উত্তর পেতে চায়। জার ফলে আপনি ভবিষ্যতে আরও বেসি উন্নত মানের অভিনব Snippets দেখতে পাবেন গুগল এর ভবিষ্যৎ লে আউট এ।
কমবে ক্লিক সংখ্যা-
Comscore এর তথ্য অনুযায়ী ২০২০ সাল এর মধ্যে ৫০% সার্চ ভয়েস সার্চ হবে। আর এ আসা খুবি কম যে লোকে ভয়েস সার্চ করে আপনার ওয়েবসাইট এ যাবে।
বিজ্ঞাপন লিস্টিং এড়িয়ে যাওয়া-
যতই গুগল বিজ্ঞাপন লিস্টিং কে সবার উপরে রাখুক। সবাই এই ধরনের বিজ্ঞাপন লিস্টিং এড়িয়ে যাওয়া শিখে গেছে। বেসির ভাগ লোকে Organic লিস্টিং এ ক্লিক করে থাকে।
৪৩.৯% জনসংখ্যা এখনও ইন্টারনেট থেকে দূরে-
আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন হিসাবে গুগল পুরো দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু বিশ্বের শুধু ৫৬.১ % জনসংখ্যার কাছে ইন্টারনেট সংযোগ রয়েছে।জখন আরো লোক জন অনলাইন হবে তারাও গুগল কেই বেছে নেবে তাদের রেগুলার সার্চ ইঞ্জিন হিসাবে। তার মানে তখন Organic লিস্টিং এ ক্লিক করার লোকসংখ্যাও বাড়বে।
এত কিছু বলার কারন এই যে , এস ই ও এখনো ভিজিটর বাড়ানোর জন্য খুব কার্যকারী মাধ্যম।
শুধু মাত্র এস ই ও এর উপর নির্ভরশীল হওয়া উচিত নয়।
আমি গুগল কে ভালোবাসি এবং তাদের এস ই ও পধ্যতি কে ও।আসা করি আপনি ও আমার সাথে এক মত হবেন।আপনি জত ভালো এস ই ও পারদর্শী হন না কেন।ভিজিটর আনার জন্য শুধু মাত্র এস ই ও র উপর আপনার নির্ভর করা উচিত নয়। এটি কোনো নিশ্চিত সফলতার মাধ্যম নয়।
চলুন এটি Airbnb এর উদাহরণ এর সাথে বুঝি।
Airbnb কে আসা করি আপ্নারা চেনেন এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যার সাহায্যে আপনি আপনার ঘর কিংবা রুম অন্যদের ভাড়ায় দিতে পারেন। এটি এখন একটি সফল কোম্পানি।
কিন্তু জানেন কি ? Airbnb এক মাত্র এরকম ধারনার কোম্পানি নয়।এমনকি এটি এই ধারনা সম্পন্ন প্রথম কোম্পানি নয়।
এই ধারনা সম্পন্ন প্রথম কোম্পানি হল VRBO যা Airbnb র ১৩ বছর আগে স্থাপিত হয়। কিন্তু VRBO আজ মাঝ দরিয়ায় হাবু ডুবু খাচ্ছে।
কিন্তু গুগল র্যাঙ্কিং এ VRBO ১ নম্বর এ ছিল।
VRBO এর কি ওয়াড়-
- hilton head rentals
- ocean city maryland rentals
- cape cod rentals
- cabin rentals
- vacation homes
- vacation rentals
- vacation home rentals
Airbnb এই সমস্ত কি ওয়াড় এ ভালো মত র্যাঙ্ক করত না।
যদিও এই কি ওয়াড় গুলি Airbnb এর রিলেটেড। কিন্তু তার সত্যেও Airbnb তার সব চেয়ে বড় কম্পিটিটর কে পেছনে ফেলে দেয়।
কারন কি জানেন? Airbnb তাদের প্রোডাক্ট এর উপর বেসি গুরুত্ব দেয়। এবং তাদের প্রচার এর জন্য টিভি স্ক্রিন কে বেছে নেয়।
হ্যাঁ এত কিছুর সত্যেও আপনার এস ই ও করা উচিত কিন্তু ট্রাফিক ও আয় এর জন্য এর উপর নির্ভরশীল হওয়া উচিত নয়।
ভবিষ্যৎ এ এমন ও হতে পারে মানুষ জন সার্চ ইঞ্জিন ব্যবহার করবে না। আপনি কথা উড়িয়ে দিচ্ছেন কিন্তু হ্যাঁ এরকম হোতেই পারে।
সিধ্যান্ত
কিন্তু তা সত্যেও আপনি আপনার ব্যবসা গুগল এস ই ওর সাহাজ্যে সফল করাতে পারেন।
আর ভবিশ্যত নিয়ে ভেবে লাভ নেই কারন ওটা আমরা কখনো সঠিক ভাবে আন্দাজ করতে পারি না।
তো বন্ধুরা আসা করবো পোস্টটিতে কিছু নতুন জানতে পেরেছেন । ভালো লাগলে লাইক করুন। বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কে ও এই গুরুত্ব পূর্ণ তথ্য টি জানান। আর এ বিষয় আপনার কি মতা মত ক্মেন্ট এ লিখুন। ধ্ন্যবাদ।