Name ringtone maker

আজ সুশান্তের ‘দিল বেচারা’-এর ট্রেলার লঞ্চ, নিজের মিউজিক ভিডিও রিলিজের দিন পিছোলেন আরমান মালিক

আজ সুশান্তের ‘দিল বেচারা’-এর ট্রেলার লঞ্চ, নিজের মিউজিক ভিডিও রিলিজের দিন পিছোলেন আরমান মালিক

আজ, সোমবার সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার লঞ্চের দিনেই ইউটিউবে সঙ্গীত শিল্পী আরমান মালিকের মিউজিক ভিডিও ‘জারা ঠেহরো’-র মুক্তি পাওয়ার কথা ছিল ৷

তিনি নেই। চিরতরে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কিন্তু তাঁর শেষ কাজ রয়ে গিয়েছে। শেষবারের মতো সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার মুক্তি পেতে চলেছে আজ, সোমবার ৬ জুলাই ৷ ট্রেলার দেখার জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ সিনেমার একটি পোস্টার শেয়ার করে ছবির নায়িকা সঞ্জনা সাংঘি লেখেন, ‘ম্যানিকে ছাড়া কিজি একেবারেই অসম্পূর্ণ। এটা আমার সবচেয়ে প্রিয় একটা দৃশ্য। ‘আজ, সোমবার সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার লঞ্চের দিনেই ইউটিউবে সঙ্গীত শিল্পী আরমান মালিকের মিউজিক ভিডিও ‘জারা ঠেহরো’-র মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু দিল বেচারা ছবির ট্রেলার লঞ্চ ৬ জুলাই হচ্ছে জানতে পেরেই নিজেরে গানের রিলিজের দিন পিছিয়ে ৮ জুলাই করলেন আরমান মালিক ৷ সুশান্তকে শ্রদ্ধা জানানোর জন্যই এমন সিদ্ধান্ত বলে ট্যুইটারে একটি বিবৃতিতে জানিয়েছেন গায়ক আরমান মালিক ৷ তিনি লেখেন, ‘‘ আমি যেই জানতে পেরেছি ‘দিল বেচারা’- ট্রেলার লঞ্চ হচ্ছে সোমবার ৬ জুলাই ৷ তখনই আমার মিউজিক ভিডিও ‘জারা ঠেহরো’-র রিলিজ ডেট পিছিয়ে ৮ জুলাই করার সিদ্ধান্ত নিই আমি এবং আমার টিম ৷ ধৈর্য্য ধরার জন্য এবং এত ভালবাসা দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ ৷ ’’

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.