মারণ রোগ করোনা শুধু ভয় দেখিয়েই চলেছে
1/ 5

ভারত সহ সারা পৃথিবীতে মারণ করোনা ভাইরাসের থাবা ৷ ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ ৷ এদিকে লক্ষণবিহীন করোনা রোগীদের সম্পর্কে ধারণা এই মারণ রোগ থেকে তাদের খুব বেশি ক্ষতি হতে পারে না ৷ কিন্তু সম্প্রতি রিসার্চে যে খবর সামনে েসেছে তাতে অ্যাসিম্পোটমেটিক রোগীদের জন্য স্বস্তির দিন সেষ ৷ এই ধরণের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত ধীরে ধীরে শরীর খারাপ হয় যার জন্য নিউমোনিয়ার ভয় অত্যন্ত বেড়ে যায়৷ এরই জেরে রোগীর মৃত্যুর সম্ভবনাও অনেকটাই বেড়ে যায় ৷ Photo- Representative


পরিসংখ্যান অনুযায়ী ভারতে ৮০ শতাংশ রোগী লক্ষণবিহীন ৷ এই রোগীের ক্ষেত্রে প্রথমে কোনও সংক্রমণের লক্ষণই দেখা যায় না ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে এই ধরণের রোগীর সংখ্যা ৬ থেকে ৪১ শতাংশ অবধি ৷ ৩৭ জন বিনা লক্ষণের করোনা রোগীকে পরীক্ষা করেছে চিনের সেন্টার ফর ডিজিস এন্ড প্রিভেনশন ৷ Photo- Representative


এই রিসার্চের ভিত্তিতে বিজ্ঞানীদের দাবি -এই প্রথমবার অ্যাসিম্পটমেটিক রোগীদের ক্লিনিক্যাল প্যাটার্ন সামনে এসেছে ৷ তাঁরা জানিয়েছে যদি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় তাহলে কাশি, নিঃশ্বাস নেওয়ার মতো বিষয়গুলি হয় ৷ এই ধণের রোগীদের হঠাৎ করেই মৃত্যু হয়ে যেতে পারে ৷ Photo- Representative




এই রোগীদের ক্ষেত্রে ভিতরে ভিতের রক্তে অক্সিজেনের স্তর কমতে থাকে , এদের রক্তে হালকা হালকা করে রক্তের ক্লট জমতে থাকে ৷ এরপর আস্তে আস্তে আর্টারি ব্লক হয়ে যায়৷ এরপর রোগীদের অন্যান্য অর্গ্যান ফেল করতে থাকে ৷ একে ক্লিনিক্যাল ভাষায় হেপি হাইপক্সিয়া বলে ৷ Photo- Representative