এই প্ল্যানটি কোম্পানির ১০ বেস্ট টপ পোস্টপেড প্ল্যানগুলির মধ্যে একটি।

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য দুসংবাদ। শুক্রবার থেকে বিএসএনএল নিজেদের একটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করে দিয়েছে। রাজাস্থান সোশ্যাল মিডিয়ায় দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি নিজের ১৪৯ টাকার পোস্টপেড প্ল্যানটিকে বন্ধ করে দিয়েছে।


১৪৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা ১০০ মিনিট ফ্রি কলিং-এর সঙ্গে ৫০০এমবি ডেটা পেয়ে যেত। ফ্রি-কলিং মিনিট শেষ হয়ে গেলে প্রতি মিনিটে ১ পয়সা করে চার্জ লাগত। এই প্ল্যানটি কোম্পানির ১০ বেস্ট টপ পোস্টপেড প্ল্যানগুলির মধ্যে একটি।


১৪৯ টাকার পোস্টপেড গ্রাহকরা পেয়ে যেত ৫০০এমবি-র ডেটা, যা শেষ হয়ে গেলে স্পিড কমে ৪০কেবিপিএস হয়ে যেত। এছড়াও গ্রাহকরা পেয়ে যেত প্রতি মাসে ১০০টি করে এসএমএস বিনামূল্যে।


১৪৯ টাকার পোস্টপেড প্ল্যানটি বন্ধ হয়ে যাবার পর এবার সরকারি টেলিকম কোম্পানির মোট ৯টি পোস্টপেড প্ল্যান রয়েছে। এর মধ্যে সব থেকে কম দামি প্ল্যান হল ৯৯ টাকার আর টপ টিয়ার প্ল্যানের দাম হল ১,৫২৫ টাকার।


এই ১৪৯ টাকার প্ল্যানটি ৪টি সার্কেলের গ্রাহকরা উপভোগ করতে পারত। এরপরে এর উপরের প্ল্যানগুলি হচ্ছে ২২৫ টাকা থেকে শুরু করে ১,৫২৫ টাকার। এই প্ল্যানগুলিতেও গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রি কলিং আর ডেটা।