
বরের পাশে বসেও মহা ব্যস্ত নতুন বউ৷ সঙ্গী ল্যাপটপ, মোবাইল৷ তাই তো বরের সাজে অর্থাৎ শেরওয়ানিতে হবু স্বামীকে চোখ মেলে দেখার সময়ই পাচ্ছেন না লেহঙ্গা চোলি সাজে বউ৷
কাজের চাপে জর্জরিত৷ বিয়ের দিনেও নেই নিস্তার৷ তাই তো বরের পাশে বসেও মহা ব্যস্ত নতুন বউ৷ সঙ্গী ল্যাপটপ, মোবাইল৷ তাই তো বরের সাজে অর্থাৎ শেরওয়ানিতে হবু স্বামীকে চোখ মেলে দেখার সময়ই পাচ্ছেন না লেহঙ্গা চোলি সাজে বউ৷ তিনি ব্যস্ত অফিসের কাজে! বর বেচারা নিরাশ মুখে বসে রয়েছেন বিয়ের মন্ডপে৷ এমন ভিডিও ভাইরাল হবে না!
লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজে অভ্যস্ত হয়েছেন অনেকে৷ তাই তো সারাক্ষণ ল্যপটপ মুখো থাকতে বাধ্য অনেক কর্মরত মানুষজন৷ সেই পরিস্থিতিতে এমন ভিডিও খুব একটা অস্বাভাবিক নয়৷ তবে ভিডিওটি সম্ভবত করোনা পরিস্থিতির আগে৷ কারণ বর-কনে, কারও মুখেই নেই মাস্ক! কিন্তু কবেকার এবং কোথাকার এই ভিডিও তা জানা যায়নি৷
If you think you are under work pressure then watch this… via WA @hvgoenka pic.twitter.com/odbFTxNofh
— Dinesh Joshi. (@dineshjoshi70) July 3, 2020
শুধুমাত্র লকডাউন পরিস্থিতিতে অনেকটা মানানসই এই মহিলার হাল, তা বোঝাতেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ দেখুন এবং ভাইরাল ভিডিওর মজা নিন৷