Name ringtone maker

50+ New bengali funny jokes SMS for whatsapp and facebook

আজ আমি আপনার জন্য ৫০+ New Bengali funny jokes sms এর collection নিয়ে চলে এসেছি। যা আপনি Whatsapp বা Facebook  এ সহজেই আপনার Friends দেড় পাঠিয়ে তাদের কে হাঁসতে পারেন। দিতে পারেন একটি আনন্দের মহুর্ত। এই Bangla mojar sms গুলি আসা করি আপনি পছন্দ করবেন।  

New Bengali funny jokes sms #1

ক্লাসে শিক্ষক মহাশয় বই খুলতে খুলতে ছেলেদের জিজ্ঞাসা ” করছেন , আচ্ছা কালকে আমি কোথায় পড়ছিলাম , ? একটি ছেলে বললাে এই রুমে স্যার ।

Bengali jokes sms #2

বাবাঃ — খােকা তােমার পড়াশুনা আর ক্রিকেট খেলা কেমন চলছে ?
ছেলেঃ — বেশ ভালােই চলছে বাবা ক্রিকেটে আমি ফিল্ডিং এ আর পড়াশুনায় রাইট ব্যাকে এ ।

Bengali jokes sms #3

দিদিমণি — আচ্ছা নগেন তােমাকে যদি আমি ২দুটো কুকুর , ৪টে বিড়াল আর ৩টে কাকাতুয়া দিই তাহলে তােমার মােট ক ’ টা জন্তু হল ?
নগেন :— এগারােটা ।
দিদিমণি – সে কি এগারােটা কি করে হলাে ?
নগেন – কারণ একটা কুকুর একটা কাকাতুয়া আমার কাছে আগে থাকতে ছিল ।

Bengali jokes sms #4

এক ডাক্তার রােগীকে বলছেন আপনার স্মৃতিশক্তি লােপ পেয়েছে । অতএব আমার ফি – টা আগে দিতে হবে

Bengali jokes sms #5

প্রথম বন্ধু : আমি খুব ভাগ্যবান আমি যখন আমার স্ত্রীর সাথে কথা উঁচু করে বলি ।
দ্বিতীয় বন্ধু : এর কারণ কি ?
প্রথম বন্ধুঃ কারণ আমি আমার স্ত্রী থেকে নাটা ।

Bengali jokes sms #6

চলন্ত বাসে একটি ছেলে গেটে ঝুলছে । তাই দেখে বয়স্ক ভদ্রলােক বললেন , এই খােকা বাইরে ঝুলছাে কেন ? ভেতরে আসতে পারছাে না ? ছেলেটি বললাে কি করবাে দাদু ভেতরে ঝােলার জায়গা নেই ।

Bengali jokes sms #7

ভিক্ষুক :আমি একজন লেখক । বড়লােক হবার সখ বইটি পড়েন নি ? ওটা আমার লেখা ।
— তাহলে ভিক্ষে করছেন কেন ?
— ভিক্ষে করাটা আমার অভ্যাস ।

Bengali jokes sms #8

বাবা :খােকা একটা পােষ্টকার্ড নিয়ে আয় তাে ।
ছেলে : পয়সা না দিলে আনবাে কি করে ?
বাবা : পয়সা দিলে সবাই আনতে পারে । বিনে পয়সায় নিয়ে আয় না দেখি তাের কেমন বুদ্ধি ?
ছেলে : এনেছি এই নাও ।
বাবা : দুর বােকা এতাে লেখা পােষ্ট কার্ড এতে কি করে লিখবাে ?
ছেলে : লেখা পোেষ্টকার্ডে তুমি লিখে দেখাও না দেখি তােমার কেমন বুদ্ধি ।

Bengali jokes sms #9

এক ভদ্রলােক হন্তদন্ত হয়ে গিয়ে বললেন , ডাক্তারবাবু বড় বিপদ হয়ে গেছে ।
ডাক্তার : কেন কি হয়েছে ?
ভদ্রলােক : আজ আমার স্ত্রী ভুল করে পেট্রোল খেয়ে ফেলেছে কি করি । এখন সারা বাড়ীময় দৌড়াদৌড়ি করছে ।
ডাক্তার : এক কাজ করুন কোন চিন্তা করবেন না । তাড়াতাড়ি বাড়ী গিয়ে জানালা বন্ধ করে দিন দেখবেন পেট্রোল ফুরালে উনি শান্ত হয়ে যাবেন ।

Bengali jokes sms #10

কমলবাবু বড়ই দয়ালু মৃত্যুর পর তিনি তার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে গেছেন । তার কি সম্পত্তি ছিল ? দুটি কুকুর , চারটি বিড়াল ।

Bangla mojar sms #11

স্কুলে নতুন শিক্ষক জয়েন করেছেন । ছাত্ররা মজা করার জন্য ক্লাশে ব্ল্যাকবাের্ডে বড় বড় অক্ষরে লিখেছে পাঁচুবাবু পাঁঠা । পাঁচুবাবু ক্লাসে ঢুকে বাের্ডের লেখাটি দেখে পাশে লিখে দিলেন “ দের পড়ান তার মানে “ পাঁচুবাবু পাঠাদের পড়ান ।

Bangla mojar sms #12

রাজা স্কুল থেকে বাড়ী ফিরতে মা জিজ্ঞাসা করলেন । হারে রাজা আজ স্কুলে দুষ্টুমি করিসনি তাে ? লক্ষ্মীছেলের মতাে ছিলিস তাে ? | রাজা বললাে মা দুষ্টুমি করার সুযােগ আজ একেবারে পাইনি । সারাদিন কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়েছিলাম ।

Bangla mojar sms #13

এক অতিথি বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তােমার নাম কি ?
— গদু ।
-কোন ক্লাসে পড় ?
-ক্লাস ফাইভ ।
— বলতাে গণেশের পেট বড় কেন ?
— আপনার সাথে পার্থক্য করার জন্য ।

Bangla mojar sms #14

ট্রেনে বসার সিট নিয়ে দুই ভদ্রলােকের ঝগড়া লেগে গেছে । একজন অন্য জনকে বলছেন , আর একটা কথা বললে মেরে দাঁত খুলে নেব । অপর জন বলছেন আপনি কষ্ট করবেন কেন ? বলুন না আমি নিজের হাতে খুলে দিচ্ছি । মানে মানে আমার তাে বাঁধানাে দাঁত । খুলে দিতে আপত্তি নেই ।

New Bengali funny jokes sms #15

Bengali joke sms
Bengali joke sms

এক বয়স্ক লােক বলছেনঃ যারা বলে আগের দিন ভালাে ছিল , আমি বিশ্বাস করি না এটা ঠিক তখন চার আনার প্রচুর খাবার পাওয়া যেত , কিন্তু ঐ খাবার রাখার জন্য রেফ্রিজারেটর তাে ছিল না , এখন তাে ঐ সব সুবিধা হয়েছে ।

Bangla mojar sms #16

সৌরভ রায় ক্লাসে ফাস্ট হয়েছে , বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেডমাষ্টার সৌরভের হাতে পুরস্কার দিতে দিতে বলছেন আশাকরি এ বারের মতাে প্রতি বছর তুমি ক্লাসে ফাস্ট হবে । সৌরভ বললাে আশা করি আপনি এবারের মতাে দাদার প্রেসে প্রশ্ন পত্র ছাপতে দেবেন।

Bangla mojar sms #17

একটি বাচ্চা ছেলে একটি আধুলি গিলে ফেলেছে বাচ্চার মা খুব চেঁচামেচি করছে । কেউ কিছু করতে পারছে না এক
ভদ্রলােক এসে বাচ্চা ছেলেটিকে উল্টো করে পিঠে চাপড় মারতে লাগলেন — সঙ্গে সঙ্গে ছেলেটির মুখ থেকে পয়সা বেরিয়ে এলাে । ছেলের মা খুশি হয়ে বললেন , সত্যি আপনি আমাকে বাঁচালেন , আপনি পয়সা বার করার ব্যাপারে খুব পটু , আপনি কি ডাক্তার ? ভদ্রলােক বললেন , না আমি হাই কোটে উকিল ।

Bangla mojar sms #18

বাসের মধ্যে দুই ভদ্রমহিলার মধ্যে ঝগড়া লেগেছে একজন বলছেন আর একটা কথা বললে দাঁত ভেঙ্গে দেবাে। অপর জন বলছেন ? আপনাকে কষ্ট করে দাঁত ভাঙ্গতে হবে না এমনিতেই আমার দাঁত ভাঙ্গা ।

Bangla mojar sms #19

এক ভদ্রলােক প্রাচীন দুষ্প্রাপ্য জিনিস খুঁজে বেড়াতেন , একদিন তিনি গ্রামের পথধরে যেতে যেতে দেখলেন একটি লােক একটি সুন্দর অদ্ভুত কুড়ুল দিয়ে গাছ কাটছে । আচ্ছা ভাই যে কুড়ুল টা তােমার হাতে ওটা কি বহু পুরনাে
-হা , ভাই কালীদাস ঐ কুড়ুল দিয়ে গাছকাটতেন ।
-তাই নাকি পুরনাে হওয়া সত্ত্বে ও এটা বেশ ভালাে চকচকে আছে দেখছি ।
-কারণ এর বাট চারবার আর ফলাটা দুই বার পাল্টানাে হয়েছে ।

Bangla mojar sms #20

একটি প্রদর্শনি আয়ােজন করা হয়েছে সেখানে কিছু আঁকা ছবি রাখা আছে । সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে কিজন্য এসেছেন ? এক ভদ্রমহিলা বলছেন বাহিরে বৃষ্টি তাই ভিতরে ঢুকে বসে আছি ।

Joke#21

দুই ভদ্রলােকের কথােপকথন হচ্ছে ।
প্রথমজনঃ — বলছেন আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার ।
দ্বিতীয়জনঃ — বলছেন আমার ছেলে তােমার ছেলের উপরের ইঞ্জিনিয়ার ।
প্রথমজনঃ — তাহলে সে কিসের ইঞ্জিনিয়ার ,
দ্বিতীয়জনঃ — গাড়ীর ময়লা পরিষ্কার করে ।

Joke#22

ইন্টারভিউতে প্রশ্নকর্তা : বলুন তাে Verb কাকে বলে ?
চাকরি প্রার্থী :যার কোন ভয় নেই তাকে Verb বলে । যেমন জল , আগুন বাতাস , বৃষ্টি ওদের কোন ভয় নেই ।
প্রশ্নকর্তা :কয় প্রকার ?
চাকরীপ্রার্থী :Gerden যার আণ্ডার নেই । যেমন আলেকজাণ্ডার ।

Joke#23

এক শ্রমিক নেতা ম্যানেজারকে বলছেন , একটা মাটি কাটার ইঞ্জিন কত গরীব লােককে বেকার করে দেয় । ঐ ইঞ্জিনের বদলে আপনার উচিৎ কোদাল বেলচা দিয়ে কাজে লাগানাে । হ্যা আরাে ভালাে হয় যদি পঞ্চাশ হাজার কাটা চামচ দিয়ে কাজে লাগাতাম।

Joke#24

আকাশে দুটি পাখি উড়ছিল । হঠাৎ পাশ দিয়ে এলােপ্লেন ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল তাই দেখে একটা পাখি বললাে , ঐ দিকে দেখাে , একটা বিশাল পাখি তাড়াতাড়ি করে উড়ে গেল তার কোন কাজের তাড়া ছিল । তাই শুনে অন্য পাখিটি বললাে তােমার ও পোঁদে আগুন ধরলে তােমারও তাড়া থাকে ।

Joke#25

একটি লােক রাত্রিবেলা ধানের ক্ষেত দিয়ে চলেছে । এক হাতে হ্যারিকেন এক হাতে লাটি , তা দেখে আর একজন বললাে , কি দাদা , এত রাত্রে কোথায় চললেন ?
-আত্মহত্যা করতে ।
-আঁ , সেকি । তাহাতে লাঠি হ্যারিকেন কেন ?রাস্তার যদি সাপ থাকে কে দেখবে ?

Joke#26

প্রথম ভিখারী — একটা লটারী টিকিট কিনবাে , যদি প্রথম পুরষ্কার পাই টাকাটা দিয়ে কি কিনবাে ভাবছি ।
দ্বিতীয় ভিখারী — তুই একটা কাজ করবি একটা গাড়ি কিনবি , হেঁটে হেঁটে ভিক্ষা করে আর পারা যায় না ।

Joke#27

দুই পাগলের কথা বার্তা ।
প্রথম — বলতাে আমার হাতের মধ্যে কি আছে ?
দ্বিতীয় — এ আর এমন কি কথা যে বলতে পারবাে না ।
প্রথম — তবু বল না ।
দ্বিতীয় — পাতাল রেল ।
প্রথম — তুই নিশ্চয় আগের থেকে দেখে ফেলেছিস ।

Joke#28

প্রথম বন্ধু জানিস আগে যেখানে কাজ করতাম সেখানে আমার উপর দুশাে জন কাজ করত।
দ্বিতীয় বন্ধু — তাহলে এখন তাের প্রমােশন হয়েছে নিশ্চয় । ?
প্রথম বন্ধু — না না আগে এক তলায় কাজ করতাম , এখন পাঁচ তলায় কাজ করি ।

Joke#29

খদ্দের — হােটেলের ম্যানেজারকে — আমার আপনার হােটেলে দুদিন আগে আশা উচিৎ ছিল ।
ম্যানেজার — ওটা অপনার ইচ্ছা দাদা। কিন্তু এমনটা কেন ?
খদ্দের — তাহলে টাটকা খাবারটা খেতে পেতাম । দু’দিন । আগের বাসি খাবার খেতে হতাে না ।

Joke#31

রােগী-ডাক্তারবাবু ডেঙ্গু চিকিৎসায় তাে রােগটা সারল না । আমার জক্ষ্মা রােগ হয়নি তাে ?
ডাক্তারনা- না কি যে আপনি বলেন ।
রােগী — ও পাড়ার জ্যোতিবাবুকে ডাক্তার ডেঙ্গুজুর বলে চিকিৎসা করলেন কিন্তু তিনি যক্ষ্মা রােগে মারা গেলেন ।
ডাক্তার — দূর বাপু অত ভুল আমার হয় না । আমি কারাে ডেঙ্গু জ্বর চিকিৎসা করলে সে ডেঙ্গু জ্বরে মারা যায় ।

Read Also: Funny Bengali jokes for Spread happiness & improve humor

Joke#32

একজন গ্রামের লােক কলকাতা ঘুরে গিয়েছে । গল্প করছে । জানিস , কলকাতার লােকগুলাে খুব বােকা । আমি রাস্তায় দাঁড়িয়ে বাস গুনছিলাম । এমন সময় একজন লােক এসে জিজ্ঞাসা করলাে ! দাদা কটা বাস গুনলেন ? আমি বললাম আটটা তাহলে — আট টাকা দিন । আমি ভাবলাম কলকাতায় রাস্তায় দাঁড়িয়ে বাস গুনলে টাকা দিতে হয় । আমি আট টাকা দিলাম । | তখন গ্রামের লােকেরা বললাে কলকাতার লােক বােকা কি করে বুঝলে ? লােকটি মুচকি হেসে বললাে । আমি তাে বারােটা বাস গুনেছি । তাহলে বােকা কে ?

Joke#33

একবার পাড়ার কিছু ছেলে এসে এক ব্যবসায়ীকে কিছু চাদা চেয়েছে একটা ফ্যাংশন করবাে । সেই ফাংশনের টাকা দিয়ে । একটা স্কুল বিল্ডিং হবে । ব্যাবসায়ীটি বললাে তােমরা একটা হ্যাণ্ডবিল ছেপে মুম্বাইর নাম করা ফ্লিমস্টারের নাম ছাপিয়ে দাও । দেখবে টিকিট বিক্রি বাড়বে । ছেলেগুলাে বললাে । ফ্যাংশনের দিনে ইট , পাথর পড়বে । ব্যবসায়ীটি বললাে তাতে তাে তােমাদের লাভ হবে । কারণ বিল্ডিং করতে ইট , পাথরই । লাগবে ।

Joke#34

এক ভদ্রলােক তার মেয়ের প্রেমিককে বললাে , আমি চাইনা আমার মেয়ে মুক্তোর মালা একটা বাঁদরের গলায় পরিয়ে চিরকাল বাদরের সাথে জীবন কাটাক , ছেলেটি বললাে সেই জন্যে আপনার মেয়েকে আমি বিয়ে করে ঘর বাঁধতে চাই ।

Joke#35

শিক্ষক — ছট্ট আমি যখন ক্লাশে পড়াই তুমি তখন পাশের মেয়েরদিকে তাকিয়ে কি দেখ ?
ছাত্র – না স্যার আমি তাে ওদিকে তাকাইনি আমি ওর মাথার চুল দেখছিলাম ।

Joke#36

একদিন এক ভদ্রমহিলা সিনেমা দেখতে গেছেন । সিনেমার হাতিটা পাগল হয়ে গেছে । সব ভাঙ্গচুর করছে । ভদ্রমহিলা সিনেমায় প্রথম সারিতে বসে সিনেমা দেখছিলেন । হাতিটা পাগল হয়ে গেছে দেখে । খুব জোরে ভদ্রমহিলা লাইট ম্যানকে ডাকতে লাগলেন । লাইটম্যান আসতে বললেন আমি পেছনে । সিটে বসবাে , সামনে বসবাে না । কেন ? দেখতে পাচ্ছেন না হাতিটা পাগল হয়ে গেছে । যদি পা দিয়ে মাড়িয়ে দেয় । এতাে সিনেমার হাতি । পা দিয়ে মাড়াবে না । সে তাে আমি আপনি জানেন । কিন্তু হাতিটা কি জানে ?

Joke#37

ছেলে — বাবা এই অংকটা তুমি পারবে ?
বাবা — আমি তাে ক্লাসে ফাস্ট হতাম । পারবাে না মানে ? অংকটা বল ?
ছেলে — একটা ঝুড়িতে ত্রিশটা আম আছে । তার মধ্যে আটটা । পচে গেল , ছয়টা ছেলের মধ্যে তুমি কি ভাবে সমান ভাগে ভাগ করবে ?
বাবা — আসলে আমরা আপেল নিয়ে অংক করতাম । সমস্যা তাে এখানে আম তাে তাড়াতাড়ি পচে যায় । কিন্তু আপেল পচতে সময় লাগে তাই ভাগ করতে অসুবিধা হবে ।

Joke#38

ডাক্তার রােগীকেঃ — আপনার রােগ সারবার জন্য যে চেকটা দিয়েছিলেন সেটা ফেরৎ এসেছে ।
রােগী — সে তাে আসবেই , রােগ এক চিকিৎসা করছেন আর এক ।
ডাক্তার- তার মানে ?
রােগী — মানে আপনি আমার যে রােগটা সারিয়েছিলেন । সেটাও আবার ফেরৎ এসেছে ।তাই চেক ও ফেরৎ হয়েছে ।

Joke#39

এক বয়স্ক ভদ্রমহিলা বাসে উঠতে গেলেন ভেতর থেকে একজন বলে উঠলেন , দিদি ভিড়ের মধ্যে উঠতে পারবেন না । পরের বাসে আসুন । ভদ্রমহিলা বললেন ,পাবইতাে পরের বাস নিজের বাস থাকলে কি এত কষ্ট করে বাসে উঠতাম ।

New Bengali funny jokes sms #40

Bengali funny sms
Bengali funny sms

আমার ভাই কদিন ধরে ম্যালেরিয়া জ্বরে ভুগছে , ডাক্তার দেখিয়েছেন ? না না আসলে ম্যালেরিয়া বানানটা কিছুতেই উচ্চারণ করতে পারছে না।

Joke#41

একজন দর্শক চিড়িয়াখানায় বাঘ আর ছাগলকে দেখে ।
বললেন , এতাে অবিশ্বাস্য ব্যাপার । আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা । চিড়িয়াখানায় যে দেখা সোনা করে সে বললাে , প্রতিদিন একটি করে ছাগল খাঁচায় রাখতে হয় না তো বাঘ খাঁচা ভেঙ্গে ফেলবে ।

Joke#42

রাস্তা দিয়ে যেতে যেতে এক লােক জিজ্ঞাসা করলাে একজন অংকের মাষ্টারকে। বলুন তাে রাস্তা টি পঞ্চাশ ফুট চওড়া আমি পচিশ মিনিট ধরে হাঁটছি , বলুন তাে আমার বয়স কত হতে পারে ? মাষ্টার — — — ষাট বছর । ভদ্রলােক কি করে বললেন ? মাষ্টার — আমার একবন্ধু হাফ ম্যাড আছে তার বয়স ত্রিশ আর আপনি পুরাে ম্যাড তাই আপনার বয়স ষাট হবে ।

Joke#43

একটা ছেলের নাম দিলীপ সরকার । সে তার বন্ধুকে বলছে , জানিস পি . সি , সরকার আমাদের খুব নিকট আত্মীয় । আর স্যার সুধীনাথ সরকার তাে আমার আপন পিসতুতাে দাদা আর বি , সরকার জুয়েলাস ওটা তাে আমার মামার শােরুম। আর কলেজ স্ট্রীটে বি . সরকার আমার কাকার বই দোকান , বন্ধুটি বললাে , তার মানে তােরা উঁচু বংশের ছেলে । আচ্ছা বলতাে ভারত সরকার তােদের কে হয় ? ছেলেটা বলছে দাড়া চিন্তা করি ।

Joke#44

শিক্ষক — কি হে লালু , হাতের লেখাটা তােমার বাবার মনে । হচ্ছে ?
ছাত্র — না স্যার আমি বাবার পেনটা ব্যবহার করেছি স্যার । আমার পেনে কালি ছিলনা বলে ।

Funny Bengali jokes sms #45

শিক্ষকঃ — ভােম্বল , আজও তুই পড়া করিসনি । কান ধরে বেঞ্চ দাঁড়া ।
ছাত্রঃ — স্যার আমি যখন প্রথমে অ , আ , লিখি আপনি তখন লিখে আগে দেখিয়ে দিতেন । তাই এবারও যদি তাই করে দেন , . .

Read Also:Bangladeshi mojar jokes| Dam fata hasir BD Jokes

Joke#46

দিদিমাঃ — হ্যা লা সন্ধ্যা তােমার ছেলে টাবু ভূগােল পরীক্ষা । কেমন দিয়েছে ?
সন্ধ্যাঃ — ভাল দেয়নি মা , তবে এতে টাবুর কোন দোষ নেই । ‘ শুনলাম মাষ্টার ওকে যে সব প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যা ওর পক্ষে সম্ভব না ওর জন্মাবার অনেক আগের প্রশ্ন , তার জন্য পরীক্ষা ভালাে হয়নি ।

Joke#47

ডাক্তার বলেছিল নাতনিকে ঔষধ খাওয়ানাের আগে শিশিটা ঝাকিয়ে নেবেন , ঠাকুরমা শিশিটা না ঝাকিয়ে নাতনিকে ঝাকতে শুরু করেছেন ।

Joke#48

রাস্তায় দুই কালার দেখা
প্রথমকালা — কি বন্ধু মেলা দেখতে যাচ্ছাে নাকি ?
দ্বিতীয় কালা — আরে নানা আমিতাে মেলায় যাচ্ছি ।

Joke#49

জজঃ — মাডার করার অপরাধে তােমাকে ফাঁসির হুকুম দিলাম ।
আসামীঃ — উত্তর আমার , মাডার করার ইচ্ছা ছিল না । কিভাবে কি হয়েগেছে বুঝতে পারিনি আমাকে ক্ষমা করবেন ।
জজঃ — তােমাকে ফাঁসির হুকুম দিলাম কিন্তু বিন্দু মাত্র আমার ইচ্ছা ছিল না তােমাকে ফাঁসির হুকুম করি ।

New Bengali funny jokes sms #50

এক ভদ্রলােক ক্রিকেট খেলা কাকে বলে জানতাে না । তবু একদিন টিকিট কেটে মাঠে ঢুকে পড়েছে । দেখল একটা লাঠি আর ছােট বল নিয়ে মাঠে কত গুলাে ছেলে দৌড়াচ্ছে কিছু বুঝতে না পেরে সে পাশের লােককে জিজ্ঞাসা করলাে আচ্ছা দাদা , ছেলে গুলাে লাঠি দিয়ে কি করতে চায় বলটাকে গােল করতে চায় , ভদ্রলােক মনে মনে ভাবলাে বলটাতাে এমনিতে গােল ওকে আবার আরও গােল করতে চায় , যত সব পাগলের কাণ্ড কারখানা ।

Joke#51

একটা হােটেলে চারি দিকে ভূতের ছবি লাগানাে , দেখে সবাই জিজ্ঞাসা করলাে চারি দিকে ভূতের ছবি কেন ? যারা খেতে আসবে ভয়ে তাড়াতাড়ী করে পালাবে তখন আমাদের রিপিট করে কিছু দিতে হবে না ।

Joke#52

একজন গানের শিল্পি সব সময় যন্ত্র ছাড়া গান করে সাংবাদিক এসে জিজ্ঞাসা করলেন আপনি যন্ত্র ছাড়া কি করে গান করেন ? শিল্পী বললাে আমার গলায় সব বাদ্য যন্ত্র আছে ।

Joke#53

দুই মাতাল কলেজস্ট্রীটে রাস্তা দিয়ে হাঁটছে । একজন বললাে । চল আমরা ধর্মতলায় যাই । একজন বললাে এতরাতে যাব কি করে ? রাস্তায় কোন বাস ট্রাম নেই আজ রাতে পােষ্ট অফিসে গিয়ে বসে থাকি । কাল পিওন এলে পৌছে দেবে । দুটো মাতাল পােষ্ট অফিসে ক্যাশ কাউন্টারে মাথা গলিয়ে দাড়িয়ে থাকলাে পরদিন পিওন এসে ওদের অবস্থা দেখে পেটাতে শুরু করলাে । তখন এক মাতাল বললাে আরে যাবােতাে ধর্মতলা এতস্ট্যাম্প মারলে মরে যাবাে ।

Joke#54

ছেলে — মা পয়সা দাও ঠাণ্ডা খাবাে । না বাবা ঠাণ্ডা খেলে গলা ধরবে গাইতে পারবি না ।
ছেলেঃ — গলায় গাইবাে না নাকে গাইবাে ।

Funny Bengali jokes sms #55

বাবাঃ — আচ্ছা রাজা তুই বড় হলে কি হবি , ডাক্তার না উকিল ?
ছেলেঃ — আমি কোন টাই হব না কারণ ডাক্তার মরা মানুষকে কে বাঁচায় আর জীবন্তদের মারে , উকিল গরীবদের শােষণ করে বড় লােকে বড় করায় , বরং আমি ভেঁড়া চরাব।

Read also: Funny whatsapp dp

শেষ কথা :

আসা করব আপনার এই Bengali funny SMS গুলি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। উৎসাহ পেলে আমি আরো এরকম Bangla funny sms for friend শেয়ার করব। আপনার দিন শুভ হোক ধন্যবাদ।

3 thoughts on “50+ New bengali funny jokes SMS for whatsapp and facebook”

  1. Nice funny Jokes Collection, I think all are jokes are awesome and unique. After reading the Bengali jokes collection I wish to share the link with others who are like a funny website. Keep it up, I come back again for another good article. Thanks

    Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: