বন্ধুরা আসা করছি তোমার দিন শুভ হোক। আজ আমি আপনার জন্য আপনার পছন্দের Bengali caption এর বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছি। এই পোস্ট এ আমি তোমার প্রয়োজন এর কথা মাথায় রেখে। তোমার জন্য এই পোস্ট এ জনপ্রিয় Bangla Status, Bangla Caption, Bengali caption for love, Bengali sad caption, কষ্টের স্ট্যাটাস, কষ্টের ক্যাপশন ও Bengali song caption, Bengali attitude caption লিখে রাখলাম, তার সাথে তোমার সুবিধার্থে Bengali caption pic ও দিয়ে রাখলাম।
Online mp3 cutter ringtone maker.
এই লিখিত Bangla Status, Bangla caption, Bengali caption for Facebook dp গুলি আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কপি করুন এবং খুঁজে নিন আপনার পছন্দমত একটি Pic/Image এবং যে কোনো একটি এডিটরের সাহায্যে এডিট করে বানিয়ে ফেলুন একটি আকর্ষণীয় Bangla Status, Bengali caption for fb/Instagram/whatsapp dp.
কেন ব্যবহার করবে Bengali caption for pic?

Read Also: Use these cool dps on your GB Whatsapp account you will love it
আপনার মনে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসতেই পারে আমি কেন Bengali caption for fb dp ব্যবহার করব? তাই তো ?
এর সহজ উত্তর হল, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে প্রতিনিয়ত অনেক কিছুই অনুভব করি এবং প্রতিনিয়ত বাস্তব আভিগতা অর্জন করি। যে অভিজ্ঞতা গুলি আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন কিছু শেখার জানার জন্য বাধ্য করায়।
হতে পারে এই অভিজ্ঞতা গুলি নিজের জীবনে ঘটে চলা ঘটনার সারঅংশ। আবার হতে পারে এই অভিজ্ঞতা গুলি অন্যের জীবনে ঘটে যাওয়া ঘটনার সারাংশ।
কিছু মানুষ তার জীবনে ঘটে যাওয়া কিছু সুখ, দুঃখ ,সফলতা ,বিফলতার গল্পগুলি Bengali short cation for fb কষ্টের স্ট্যাটাস রূপে রূপে প্রকাশ করে যা দেখে বা পড়ে আমরা মনোরঞ্জিত হয় , কিন্তু কোথাও না কোথাও ওই মানুষগুলি আমাদেরকে কে গোপন ভাবে কিছু বার্তা দিয়ে থাকে। যা আমরা অনুসরণ করে আমাদের জীবন আরো সুন্দর করে গড়তে পারি। তার জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে কিছু মহান ব্যক্তির বাণী যা Bengali caption আকারে প্রকাশ করা হয় তা পড়ে অনুসরণ করা উচিত।
Bengali caption Bangla Status for Facebook/ Instagram/Whatsapp
যত করবি চালাকি,
পরে বুঝবি এর জ্বালা কি।!

ডিলিট যত তাড়াতাড়ি হয় ,
ডাউনলোড তাড়াতাড়ি হয় না।
সেটা এপ্লিকেশন হোক বা সম্পর্ক।
বেসিকেলি আমি খিস্তি মারি না,
আর যদি মেরে থাকি -তাহলে !”You deserve it”
তুমি প্রেমে বিশ্বাসী ,আমি ভালোবাসায়।
সারাদিন মানুষ অভিনয় করে যায়, মাঝরাতে মানুষ অভিনয়ের কাছে হেরে যায়।
তুই বুঝলি না।
মাঝ রাতে তোর ঠোঁটের লিপিস্টিক নষ্ট করলেও, তোর চোখের কাজল নষ্ট হতে দেব না।
তোকে আমি বড্ড ভালোবাসি।
বিকিনি বা নগ্নতার চেয়েও, সাদা শাড়ি লাল পাড়ের উষ্নতা অনেক বেশি।
কিছু গল্প একদম একই রকম থাকে। সাজানো গোছানো পরিপাটি। শুধুমাত্র Only me তে।
এখন আর কেউ বলে না, বিকালে মাঠে আসিস।
শুধু একবার বল “ভালোবাসি”!!!!
একটা তাজমহল হয়তো বানাতে পারবো না,
তবুও গড়বো বাবুই পাখির মত সুখের ছোট্ট একটি নীড়।
Read Also:250+❤️Best romantic bengali quotes on love for girlfriend]
তোর ছবি দেখেই আমার মন ভালো হয়ে যায়,
তাহলে তোকে পেলে কতটা আনন্দে থাকবো
তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ।
বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক কাজ।
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে।
বন্ধু তোমার পাশেই আছি,
হাজার কাজের ফাঁকে।
“একাকিত্ব”
তও অনেক ভালো,
অন্তত এ তো আর আমায়,
এক ফেলে যাবে না।
যেভাবেই বাঁচি বেঁচে তো আছি,
জীবন আর মরনের মাঝে মাঝি।
সময় বদলে যায় জীবনের সাথে,
জীবন বদলে যায় সম্পর্কের সাথে।
সম্পর্ক কিছু বদলায় আপনজনদের সাথে,
শুধু কিছু আপনজন বদলায় সময়ের সাথে।
যে অন্যকে কষ্ট দিতে পারে না,
সে নিজে কষ্ট পায়।
কি করে বলবো?
নিজেই বুঝে নাও না।
খুব মনে পড়ে তোমায়,
এসে বুকে জড়িয়ে নাও না।আমি হয়তো দুস্টু,
কিন্তু খারাপ না।
আমি সবার সাথে মজা করি,
কিন্তু ফাজিল না।
আমি খুব রাজি,
কিন্তু নিষ্ঠুর-স্বার্থপর না।
আমি আমার মতো ,
হয়তো কারো মনের মতো না।সবার সাথে তাল মিলিয়ে
চলা সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।আমি তোমাদের ম্যাসেজ করি না
বলে ভেবো না,
আমার ইগো আছে, আসলে আমার
লজ্জা লাগে।“ব্লক”
করে দিলেই কিংবা কথা
বলা বন্ধ করে দিলেই ,
ভালোবাসা শেষ হয়ে যায় না।“অপেক্ষা”
হলো শুধ্যতম ভালোবাসার একটি চিন্হ।
সবাই ভালোবাসি মুখে তো বলতে পারে না।
কিন্তু , সবাই অপেক্ষা করে সেই পবিত্র ভালোবাসা
প্রমান করতে পারে না।
Read also:Sad Shayari in Bengali for girlfriend crying alone for you
যেচে কথা বলি বলে
মূল্যহীন ভেবো না।
পেয়ে গেছে সে নতুন ঠিকানা ,
তাই আর যোগ যোগ হয় না।
সরি তোর অনুমতি না নিয়েই,
তোকে মিস করি।
জীবনে এমন কাউকে ভালোবাসো,
যে তোমাকে ভালোবাসতে না পড়লেও
তোমাকে সম্মান করবে।
গরিব মানুষ স্যার –
দিনে চাঁদ দেখি।
মানুষের কিসের এত অহংকার
যার শুরু এক ফোঁটা রক্তে।
আর শেষ হল মৃত্তিকায়।
Romantic Bengali caption for love
বন্ধু তুমি কি তোমার প্রেম জীবনের প্রথম পর্যায় ?এবং তুমি এখনো ঠিক ঠাক ভাবে বুঝে উঠতে পারছো না কি বলে নিজের Girlfriend কে Impress করবে। কিংবা তুমি চাও নিজের আবেগ গুলি একটি ছন্দের রূপে তাকে বোঝাতে চাও ? তাহলে আমি নিশ্চিত তোমাকে এই Bengali romantic caption for fb, Bengali caption for love তোমাকে খুব সাহায্য করবে।

তুমি রাজি থাকলে,
প্রেম করবো।
তুমি রাগ করলে,
আমি কিস করব।
তুমি দূরে থাকলে,
আমি মিস করব।
তুমি পশে থাকলে,
আদর করব।
আর তুমি ভুলে গেলে ,
অনেক কষ্ট পাবো।
আচ্ছা প্রেম আর ভালোবাসার
মধ্যে পার্থক্য টা কি?
-কাউকে দেখে ভালোলাগাটা হল “প্রেম“
আর তাকে ভুলতে না পারাটা হল “ভালোবাসা“
অন্ধকারে মানুষ একটু এল পেলে
জীবন ফায়ার পেতে চায়।
কিন্তু আমি তোমাকে চাই।
Perfect কাউকে চাই না,
বিশ্বাস করা যায় এমন –
এক জন হলেই হবে।
ভুল বুঝে কতো দিন,,
দূরে সরে থাকবে..
কবে কাছে এসে বলো, এ জ্বালা জুড়াবে
আরো একবার হাতটা ছুঁয়ে দেখো।
আজও আমাদের ইচ্ছে গুলি এক।
Read Also: Motivational Quotes in Bengali |Leadership quotes
হাজার কষ্টের মাঝে
ভাবনা শুধু তুই।
হাজার প্রেমের মাঝে
উত্তর শুধুব তুই।
মন খারাপের মাঝে
আনন্দ শুধু তুই।
এক রাশ অভিমানের ভিড়ে
ভালোবাসা শুধু তুই।
হটাৎ বৃষ্টি নামলে জানলার বাইরে দিও দুটি হাত,
আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোয়াঁর অজুহাত।
ইচ্ছে করে। ….
তোকে জড়িয়ে ধরে বলতে,
তুই খুব বাজে।
পাশে না থেকেও তাকে প্রতি
মহুর্তে মিস করার নামি হল-
“One sided love“
বেশ করবো জড়িয়ে ধরবো
এতে অবাক হওয়ার কি ?
ইচ্ছে করলে চুমু খাবো
এতে কার বাবার কি?
কি করে বলব নিজেই বুঝে নাও না,
খুব মনে পরে তোমায় কাছে এসে
বুকে জড়িয়ে নাও না।
তুমি আসবে বলে তাই, আমি স্বপ্ন দেখতে যাই।
জানি না তুমি চাও কিনা আমায়,
বসে থাকি তোমার অপেক্ষায় ,
এই মন আরো ভালোবাসতে চায় ,
বোঝো না কেন তুমি ?
একের পর এক দিন যে কেটে যায়-
তোমার দেখা পাই না কেন হয়
মত্ত থাকি শুধু তোমার নেশায়।
কি করে বোঝাই আমি।
ভূলিনিতো আমি,
তোমার মুখের হাসি।
আমার গাওয়া গানে ,
তোমায় ভালোবাসি।
কান পেতে শোন বুকের ভিতর স্পন্দনটাও
শুধু তোকেই খোঁজে।
শুধু ইগোটাই না
দূরত্বটাও বেড়ে গেছে।
পারলে ইগোটা সরিয়ে
ওগো বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।
পারলে নদী হয়ে যাস,
হয়ে যাস জোৎস্নার রূপকথা,
কোনোদিন পারলে হোস ভালোবাসা।
Bengali sad caption for FB DP pic (কষ্টের স্ট্যাটাস)
মনে অনেক কষ্ট জমিয়ে রেখেছো ? প্রিয় মানুষটি তোমাকে কষ্ট দিয়েছে ? আর তুমি তোমার প্রিয় মানুষটিকে কিছু বলতে চাও ? চিন্তা নেই এখানে আমি কিছু Bengali sad caption for fb dp দিয়ে রাখলাম, আসা করছি এই কষ্টের স্ট্যাটাস, Bengali sad caption গুলির মধ্যে কোনো না কোনো কষ্টের স্ট্যাটাস, কষ্টের ক্যাপশন, Sad caption আপনার পরিস্থিতির সাথে সমান হবে। এই Bengali caption for Facebook dp গুলি ব্যবহার করে তোমার প্রিয় মানুষকে বলে ফেলো গভীর মনের অনুভূতি পূরণ কথা।

কার খবর কে রাখে,
হাঁসলেই কি সবাই-
ভালো থাকে?
ততটা ভালো থেকো,
যতটা ভালো থাকলে আমাকে
আর মনে পড়বে না।
বদলেছে দুজনেই ,
এক জন নিজের ইচ্ছায়
এক জন বাধ্য হয়ে।
কি অদ্ভুত তাই না,
প্রেম ও তার সাথে হয়,
যে আমার কপালে নেই।
চেনা মুখ অচেনা হৃদয়,
মুখোশের আড়ালে সে গল্প শোনায়।
চোখ থাকলেই দেখা যায় না ,
চার পশে আলো থাকতে হয়।
মানুষ হলেই মানুষ হয় যায় না ,
ভালো মন থাকতে হয়।
Rad also:Top-50 Most beautiful Bengali love Shayari with heart touching images
আমাকে হাজারটা সত্যি কথায়
আঘাত কর মেনে নেব,
কিন্তু মিথ্যা বল না।
যার কারনে আমার গোধূলিতে
আঁধার নেমেছে।
সে তো দিব্বি ভালো আছে।
এক জন মহিলার সুন্দর হওয়ার চেয়ে,
চরিত্রবান হওয়া বেশি দরকার।
যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না,
তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে।
দেখা হলেও তাকানোটা হয়না।
ভালোবাসার কি দোষ বল?
যদি বেঈমানরা তাকে-
বদনাম করে।
আজকাল কাউকে কিছু
বোঝানোর থেকে ভালো
চুপ করে থাকা।
Read Also:Attitude caption/quotes/status for girls in bengali for fb & Whatsapp
দূরে থাকি না তো!
তোর চার পাশে এত মানুষ
তাই কাছে যেতে পারি না।
সকলে বরং রঙিন দেখুক,
হৃদয়ে থাকে না ক্ষত।
আগুন দিলেই পুড়বো নাহয়,
রঙ মশালের মত।
প্রার্থনা করি ভালোবাসে
তাকেই যেন পায়।
কেননা
অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায়।
যার সাথে কথা না বলে বেশিক্ষন,
থাকা যায় না
দেখবেন তার সাথেই আপনার
বেশি ঝামেলা হবে।
যা পেয়েছো তা হারিয়ো না।
যা হারিয়েছো তা পেতে চেয়েওনা।
যা পায়নি –
তা কখনো তোমার ছিলনা।
বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে।
শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসা।
এক থাকতে শেখ ,দেখবে কষ্ট কমে গেছে।
জীবনের একটা গল্প লিখতে বসলাম,…
-দুঃখ গুলো লেখা শেষ!!
কিন্তু যখনি সুখ লিখতে যাবো,
ঠিক তখনি কলমের কালী শেষ। … এটাই জীবন।
Read Also:250+❤️Best romantic bengali quotes on love for girlfriendfe
এক দিন আমার সব ছিল
আজ আমি ছাড়া আমার কেউ নেই।
কিছু চাই নি আমি
ভালোবাসা ছাড়া,
আমিও তাদের দলে বার বার
মরে যায় যারা।
সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল
বেদনারার কাঁদে।
লুকিয়ে কেঁদে নিলেও কেউ জানতে পারে না।
ভাগ্যিস চোখের জলের কোনো গন্ধ হয় না।
Bengali song caption for fb dp
বন্ধুরা আসা করি তোমরা সবাই ইটা লক্ষ্য করেছো যে ,কিভাবে গানের ভাষার মধ্যে খুব সুন্দর ভাবে জীবনের কিছু মিষ্টি অনুভূতি গুলো ছন্দের আকারে সাজানো থাকে। এবং কিছু কিছু গান এতটাই বাস্তবকে তুলে ধরে যে আমরা অবিভুত হয়ে পড়ি। আবার কিছু মহুর্ত এমন আসে যখন আমরা ওই গানের ভাষায় এতটাই অবিভুত হয়ে পড়ি যে ,-আমরা ওই গানের ভাষাকে আমাদের Facebook/Whatsapp Status, Insatgram story রাখতে চাই। তার জন্য আমি এখানে কিছু সুন্দর সুন্দর Bengali song caption for fb dp দিয়ে রাখলাম।

আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো,
গুছিয়ে নিয়েছি।
জানি তুমি আসবে না ফিরে,
বসবে না ভালো আমাকে।
যেটা ছিল না ছিল না
সেটা না পাওয়ায় থাকে।
সব পেলে নষ্ট জীবন।
অভাগা কপাল তবু,,
এতো কেন আশা
চাতকের মতো মন চায় ভালবাসা
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে মাথায় সে উঠেছে।
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাট দুপুরের আবদার।
বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে,
যাবি যদি দুরে পাখি যারে উড়ে
কোরবোনা মানা তোরে।
Read also :Top 10 new creamed fb bangla attitude status enemy special
নিজের খেয়াল মতো আসবি যাবি
এ মন দুয়ার তবু খোলাই পাবি
মেঘলা আকাশে আজ, থাকবি কেন
যা যা হৃদয় শূন্য করে।
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি।
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।
মনের আকাশে যবে, ভাসালি ডানা
সেদিনও আমি তোরে, করিনি মানা
সুখ পাখি দুঃখ রাগে, থাকবি কেন
যা যা হৃদয় শূন্য করে।
মায়বন বিহারিনী হরিণী
গহন স্বপন সঞ্চারিনী
কেন তারে ধরিবারে করি পন
অকারণ।
থাক থাক নিজ মনে দূরেতে
আমি শুধু বাসরীর সুরেতে
পরশ করিব ওর তন মন
অকারণ।
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়।
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়।
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি!
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি…
হাতে লেখা চিঠি তুমি লেখো নাতো আর
সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার
শুধু মুখমুখী বসে থাকা ব্যস্ত পারিস্তায়।
কালো হয়ে যাচ্ছে আকাশের কোণ
ভেসে যাবে আমার শহর এখন
হাঁটু জলে ফিরে যাবো ওক্কুর দত্তলেন
তুমি আর যাই হও-তুমি নও, বনলতি সেন।
বড় ইচ্ছে করছে ডাকতে
তার গন্ধে মেখে থাকতে
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়
তাকে আঁটকে রাখার চেষ্টা
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
Bengali short caption for fb
তোমার প্রয়োজন কে মাথায় রেখে এখানে আমি কিছু Bengali short caption for fb দিয়ে রাখলাম। তোমার পছন্দমত একটি Bengali short caption বেছে নাও।

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও তুমি তোমার গল্পে সেরা।
কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর।
মন ভালো আছিস তো,বিচ্ছেদের ফাটলে?
ধৈর্য মানুষের উন্নতি করে।
আর মিথ্যা মানুষকে ধ্বংশ করে।
যে ছেড়ে গেছে তার ছেড়ে যাওয়ারই কথা ছিল।
গল্প গুলো আলাদা হলেও, ব্যাথা গুলো একই।
তোমাকে হারিয়েছি ভালোবাসাকে নয়।
ভাবনা তোর আসছে দিন রাত ভোর।
মিথ্যে প্রেমের বিছানায়
পুরুষাঙ্গ জেগে প্রেম না।
তোকে আমি বড্ড ভালোবাসিরে। ……..
Read also:Good morning sms for girlfriend in bengali
চলছে রোজ তোমার খোঁজ।
অনুভূতির মৃত্যু নেই।
আমার আমি বড্ড দামি।
একদিন তো মরেই যাবো।
Sorry তোকে আমার জীবন ভাবার জন্য।…..
Sorry আজও রোজ অপেখ্যা করি তোকে পাবো না জেনেও।
তুমি বাড়ি ফায়ার এসো
ঠিক সন্ধ্যা নামার আগে।
দিন যায় রাট আসে,
কেউ কাঁদে কেউ হাঁসে।
তাতে কিবা যায় আসে।
ঘুরে ফায়ার নিজেকেই ভালোবাসি।
সব গল্পে কাছে আসা হয় না।
দিনের শেষে সবাইকে তার একাকিত্বের কাছে ফায়ার যেতে হয়।
আমি আমার মতোই থাকবো ভালো।
খবর নিও না। …..
ক্লান্তির এই শেষ বেলা তুমি শুধু থেকো পশে।
অবসরে নয় অভ্যাসে তুই।
Read Also: 💀 50+ Bengali status images download for FB/Whatsapp
শেষ কথা:
বন্ধুরা আসা করছি তোমার এই সব Bangla Status, Bengali Caption গুলি ভালো লেগেছে। Bangla Status, Bengali Caption গুলি কেমন লাগল তা কমেন্ট করে জানায়।
Bengali caption gulo darun….
Thanks dear debjani. Your comment made my day.
Khubi valo laglo….👍
ধন্যবাদ আপনাকে।আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।
Jodi paren Tahole Bangla memes o share korben please
Dhanyabad ei topic ta share korar poramorso deoyar jonno. Er porer post sudhu matra apnar jonnno bangla memes share korbo…..
Awesome…
Thank you so much Dear for your beautiful comment.
Great collection.
Thanks a lot brother.
Wow you share great article
Thanks a lot.
thanks for sharing those unique caption.
Thanks a lot, Dipsankar vai.
😂😂😂😂 অসাধারণ ভাই.পড়ে অনেক মজা পাইছি
ধন্যবাদ ভাই।
Very Nice useful Information
Thanks brother.
Sb golo status e onk besi dramatic🐸🐸
You mean, No feelings in these lines?
Very Nice captions…..
Very Nice. Thanx Sir
Very Nice useful Information
Very good caption collection
Thank You Sir!
fantastic article thanks for sharing, I appereciate your work
thanku for good lines sir
Thanks buddy
very nice
Thanks for Sharing Awesome captions …
Nice postp
Thanks vai jan…
nice post!