কখনও নিজের ভিতর বেড়ে ওঠা সন্তানকে নিয়ে শুভশ্রী কবিতা লিখছেন, কখনও রাজ তাঁর স্ত্রীকে নিয়ে লিখছেন ভালোবাসার কথা৷
মা হতে চলেছেন শুভশ্রী ৷ দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রাজ-শুভশ্রী সবাইকে জানিয়ে ছিলেন তাঁদের জীবনে নতুন সদস্য আসার কথা ৷ তারপরেই সোশ্যাল মিডিয়ায় হইচই ৷ লকডাউনের মাঝে শুভশ্রী-রাজের সংসার থেকে ভালো খবর পেয়ে ফ্যানেরা আপ্লুত ৷
তা কেমন আছেন শুভশ্রী? রাজ কেমন তাঁর যত্ন নিচ্ছেন? সব উত্তর মাঝে মধ্যেই ছবিসহ ভেসে উঠছে রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রামে৷ কখনও নিজের ভিতর বেড়ে ওঠা সন্তানকে নিয়ে শুভশ্রী কবিতা লিখছেন, কখনও রাজ তাঁর স্ত্রীকে নিয়ে লিখছেন ভালোবাসার কথা৷
এবার শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি আপলোড করে লিখলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর উপহারই হলো, নিজের মধ্যে আরেকটি জীবনকে বাড়তে দেখা ! ’
শুভশ্রীর এই পোস্ট দেখে একেবারে আপ্লুত ফ্যানেরা ৷ সোশ্যাল মিডিয়াতেই তাঁকে সুস্থ থাকার শুভেচ্ছা জানালেন সবাই ৷