
অ্যাপ ব্যবহারের সময় বিভিন্ন রকম বিজ্ঞাপন ভেসে ওঠে। এই পদ্ধতিতেও তথ্য চুরি হয়। একে বলা হয় অ্যাডওয়ার ম্যালপ্র্যাকটিস ৷
অন্তত ২৫টি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল ৷ এই অ্যাপগুলি এতদিন অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেত৷ কিন্তু এই অ্যাপগুলির মাধ্যমে স্মার্টফোনে হানা দিত অ্যাডওয়ার৷ এই কারণে এই অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে দেওয়া হয়েছে৷ এই নিয়ে গত ২ মাসে ৫৫টিরও বেশি অ্যাপ সরানো হল।
তথ্য চুরিতে হাতিয়ার অ্যাপ। স্রেফ অ্যাডওয়ার ব্যবহার করেই তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। গ্রাহক বা সার্ভিস প্রোভাইডার কিছু জানতেও পারছে না। এই অভিযোগেই আরও ২৫টি অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে দিল গুগল।
বেশ কিছু জনপ্রিয় অ্যাপের মাধ্যম গ্রাহকের তথ্য চুরির অভিযোগ। ২৫টি অ্যাপের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ বিপুল জনপ্রিয় ৷
গুগলে নিষিদ্ধ অ্যাপ
সুপার ওয়ালপেপার ফ্ল্যাশলাইট
– প্যাডেনাটেফ
-ওয়ালপেপার লেভেল
– কাউন্টার লেভেল ওয়ালপেপার
– আই-প্লেয়ার ও আইওয়াল পেপার
– সলিটেয়ার গেম
– অ্যাকিউরেট স্ক্যানিং অফ কিউ আর কোড
– জাঙ্ক ফাইল ক্লিনিং
– ফাইল ম্যানেজার
গুগল নিষিদ্ধ করায় এই ২৫টি অ্যাপ আপাতত নেট দুনিয়ার কালো তালিকায়। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত দু-ভাবে এই অ্যাপগুলি থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে
এই অ্যাপগুলি ফোনের তথ্য চুরি করে অ্যাপের নিজস্ব সার্ভারে জমা করে। খুব সহজেই সেই তথ্য হাতে পাওয়া সম্ভব ৷
অ্যাপ ব্যবহারের সময় বিভিন্ন রকম বিজ্ঞাপন ভেসে ওঠে। এই পদ্ধতিতেও তথ্য চুরি হয়। একে বলা হয় অ্যাডওয়ার ম্যালপ্র্যাকটিস ৷
ভারতে কয়েক লক্ষ মানুষ এই ২৫টি অ্যাপ ব্যবহার করতেন। কয়েকটি অ্যাপ তো রীতিমতো জনপ্রিয় ছিল ৷
ওয়ালপেপার ও ফ্ল্যাশলাইটের বিপুল সম্ভার এই অ্যাপে। ৬ হাজার ওয়ালপেপারের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ। ডাউনলোড ২ লক্ষ ৷
প্যাডেনাটেফ
ডাউনলোড সাড়ে ৩ লক্ষ
সলিটেয়ার গেম
৯ রকমের গেম খেলার সুযোগ পাওয়া যায়। এই অ্যাপে জিঙ্গা, পাঙ্গার মতো গেম জনপ্রিয়। প্রায় ১০ লক্ষ ডাউনলোড
অ্যাকিউরেট স্ক্যানিং অফ কিউ আর কোড
যে কোনও ধরনের কিউ আর কোড স্ক্যান করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়
জাঙ্ক ফাইল ক্লিনিং
অ্যান্ড্রয়েডের নিজস্ব ক্লিনিং অ্যাপের চেয়েও এই অ্যাপ কার্যকরী বলে দাবি নির্মাতা সংস্থার
ফাইল ম্যানেজার
গুগলের নিজস্ব অ্যাপের নামেই এই অ্যাপের নাম। তফাৎ শুধু হরফে। এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য চুরির অভিযোগ
গত জুন মাসে আরও ৩০টি অ্যাপ নিষিদ্ধ করেছে গুগল। তার মধ্যে রয়েছে টিভি, গেম ও বেশ কিছু রিমোটচালিত অ্যাপ৷ সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ফোন থেকে অ্যাপ ডাউনলোড করার আগে পলিসি ও অন্যান্য খুঁটিনাটি খতিয়ে দেখতেই হবে। না হলেই বিপদ।