Name ringtone maker

অক্ষয় কুমার প্রশ্নের সম্মুখীন হয়ে বেশ সুখী হয়েছিলেন ৷ Akshay Kumar was not happy

করণের শো-এ ক্ষুব্ধ অক্ষয়, ঐশ্বর্যের জন্য তর্ক-বিতর্ক শিরোনামে, ভিডিও ভাইরাল

তর্ক, বিতর্ক, বিশ্লেষণ সব মিলিয়ে টানটান উত্তেজনা

করণ জহরের জনপ্রিয় রিয়্যালিটি শো কফি উইথ করণ ৷ এই শোতে বড় বড় সেলিব্রিটির আনাগোনা হয়ে থাকে ৷ করণ কখনও মজা করেন বা কখনও সিরিয়াসলি অতিথিদেরকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করেন ৷ কখনও সহকর্মী বা সহঅভিনেতাদের নিয়ে অন্যদের প্রশ্ন করে থাকেন ৷ অন্যদেরকে প্রশ্ন করা হলে কখনও অতিথিরা সঠিক উত্তর দিতে পারেন বা কখনও উত্তর দেওয়াটা সমস্যা করা হয়ে থাকে ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করণ জহরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ৷

এই ভিডিও-র বিশেষ বিষয় এটাই যে এমন কিছু প্রশ্ন করা হয়ে থাকে যেই বিষয় বেশ ইতঃস্তত হতে হয় তাঁদের ৷ এমনই এক পর্বে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার গিয়েছিলেন ৷ সেই অনুষ্ঠানে তাঁকে এমন প্রশ্ন করেছিলেন যা শুনে বেশ রেগে গিয়েছিলেন তিনি ৷

করণ জহর অক্ষয় কুমারকে একটি বিষয়ে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের সঙ্গে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুরের নাম ছিল ৷ প্রশ্ন শুনে অক্ষয় ক্ষুব্ধ হয়েছিলেন ৷ তাঁর পাল্টা প্রশ্ন ছিল এই তালিকায় কেউ ঐশ্বর্যর নাম নেই কেন?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.