Name ringtone maker

জানতে চান কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে?ইউটিউবে এস ই ও-র ব্যবহার।

instant loan app without any income proof

আপনি এক জন ইউটিউবার?নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন? প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চোলেছেন কিন্তু ১০০-২০০ বা ১০০০ এর উপর ভিউ আসছে না?

instant loan app without any income proof

তাহলে এই পোস্ট আপনার জন্য। আর আপনি জদি এক জন প্রো ইউটিউবার হন। তাহলে আপনার জন্য রইল আপনার সফল ভবিষ্যৎ এর জন্য শুভেচ্ছা। 

চাইলে আপনিও পোস্টটি পড়তে পারেন  কারন এতে আমি কিছু টুলস এর কথা বলবো জেগুলো আপনাকেও সাহাজ্য করতে পারে। চলুন তাহলে শুরু করি।আর জানি কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে।

আপনি ইউটিব এবং ব্লগিং এ রুচি রাখেন তার মানে আপনি এস ই ও নামটির সাথে পরিচিত হয়ে থাকবেন। আর জদি না জেনে থাকে তাহলে কোনো ব্যপার না আপনি এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।  একটি ব্লগ  পস্টকে আমরা যে ভাবে এস ই ও এর ব্যবহার করে গুগল  এর প্রথম সার্চ রেজাল্টে র‍্যাঙ্ক করাই। ঠিক এক ই রকম ইউটিউব ভিডিওতে এস ই ও ব্যবহার করে।

instant loan app without any income proof

বিশ্বের প্রথম বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল এবং দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন ইউটিউব এর প্রথম সার্চ রেজাল্ট এর প্রথম স্থানে র‍্যাঙ্ক করানোর চেস্টা করব।

পোস্ট টি তে যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো

  • টাইটেল এ কি ওয়াড় এর ব্যবহার
  • ভিডিওর ডেসক্রিপশন
  • ভিডিও ফাইল এর নাম বদল
  • সার্চ ডাটা ব্যবহার করে আগে থেকে মজুত ভিডিও অপ্টিমাইজ করা
  • Closed Caption (CC) Feature ব্যবহার করুন
  • ভিডিও ট্যাগ এ কি ওয়াড় ব্যবহার করুন
  • কয়েকটি সেরা ইউটিউব কি ওয়াড় রিসার্চ টুলস

টাইটেল এ কি ওয়াড় এর ব্যবহার

আপনার ভিডিওটির টাইটেল এমন ভাবে নির্বাচন করুন। জাতে আপনার টাইটেল দেখেই আপনার ভিডিওর বিষয় বস্তু সম্বন্ধে ধারনা হয়ে যায়।

কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে
কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে

ভালো ভাবে কি ওয়াড় রিসার্চ করে একটি কি ওয়াড় নির্বাচন করুন।আপনি Googleএবং YouTube auto-complete feature ব্যবহার করতে পারেন।

এবার আপনার কি ওয়াড় ব্যবহার করে একটি অর্থপূর্ণ টাইটেল বানান।

instant loan app without any income proof

ভিডিওর ডেসক্রিপশন

আপনার ভিডিও ডেসক্রিপশন টি গুছিয়ে লিখুন।

১ম ২ লাইন র‍্যাকিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ১ম দুই লাইন এ আপনি Googleএবং YouTube auto-complete feature ব্যবহার করতে পারেন।

সার্চ করা কি ওয়াড় এর সাথে আপনার ডেসক্রিপশনের ১ম দুই লাইন যদি মিলে যায়। তাহলে আপনার ভিডিও সার্চ রেজাল্ট এর ১ম এ আসতে পারে।

কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে
কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে

ভিডিও ফাইল এর নাম বদল

আপনি একটি ভিডিও বানালেন। তাকে এডিট করার পর তার নাম  pro231.mkv বা  video.mp4 হয়ে যায়।

তাহলে আপনি ওটাকে রিনেম করে আপনার কি ওয়াড় ব্যবহার করবেন। যেমন-Your keyword.mp4 (Youtube seo.mp4)।

সার্চ ডাটা ব্যবহার করে আগে থেকে মজুত ভিডিও অপ্টিমাইজ করা

আগে থেকে মজুত ভিডিও অপ্টিমাইজ করার জন্য প্রথমে আপনার। Youtube Studio তে জান তার পর ক্লিক করুন Analytics > Top videos এ।

কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে
কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে

Top videos এ ক্লিক করলে আপনার সামনে এরকম একটি স্ক্রিন আসবে যাতে আপনার কিছু ভিডিওর লিস্ট দেখা যাবে।

কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে
কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে

লিস্ট থেকে বেছে নিন আপনি যে ভিদিওটি অপ্টমাইজ করতে চান। এবার ক্লিক করুন ট্রাফিক সোর্স এ।

কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে
কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে

এবার আপনার সামনে ওই নির্দিষ্ট ভিডিওর ডাটা চলে আসবে। এবার ক্লিক করুন ইউটিউব সার্চ এ। 

instant loan app without any income proof

এবার আপনার সামনে একটি ইউটিউব সার্চ ডাটা লিস্ট আসবে। এই ডাটা লিস্ট এ দেখতে পাবেন ইউজার কি কি লিখে সার্চ করছে।

আর এই সব কি ওয়াড় দিয়ে আপনার আগে থেকে মজুত ভিডিও অপ্টিমাইজ করুন।

Closed Caption (CC) Feature ব্যবহার করুন

  • Closed Caption (CC) Featureকি?

এটি মুলত এক ধরনের লেখা জা আপনার ভিডিওর উপর দেখা জায়। এটি ভিউয়ার কে আপনার ভিডিওর বিষয় বস্তু বুঝতে সাহাজ্য করে। এইClosed Caption (CC) বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায় ফলে। আপনি যদি একটি বাংলা ভিডিও বানান আর আপনার যদিClosed Caption (CC)Feature চালু করা থাকে তাহলে ইংরাজি ভাসি ভিউয়ার আপনার ভিডিওরClosed Caption (CC) ইংরাজিতে পড়ে বুঝতে পারবে আপনি ভিডিওতে কি বলতে চাইছেন।

ইউটিউব এর ন্তুন এল্গোরিথম আপনার Voice কে autometic Closed Caption (CC) transcript এ পরিণত করে দেয়। ফলে এটি সহজে এক্টিভেট করা যায়।

আর আপনার ভিডিওতে জদি Voice না থাকে তাহলে আপনি নিজের থেকে একটি Closed Caption (CC)  লিখে যোগ করতে পারেন।

ভিডিও ট্যাগ এ কি ওয়াড় ব্যবহার করুন

আপনার র‍্যাঙ্কিং এ আপনার ভিডিওতে ব্যবহৃত ট্যাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে সুতরাং।আপনি অবশ্যই আপনার ভিডিওর ট্যাগে কি ওয়াড় ব্যবহার করবেন।

আপনার মুল কি ওয়াড় কিছু পাশা পাশি রিলেটেড কি ওয়াড় ও ব্যবহার করবেন। যেমন- ধরুন আপনার কি ওয়াড় 

“Youtube seo tips” তাহলে আপনি আপনার ট্যাগ এ এটা ব্যবহার করবেন ই আরো ব্যবহার করবেন-Youtube seo tips in india, Seo tips for youtube, Seo tips youtube 2019 ইত্যাদি। আরো কিছু কি ওয়াড় বানান ভুল করে লিখুন youtbe teeps ,yuotube tip,   ইত্যাদি।

জেনে নিন কিভাবে ওয়েবসাইট খোলা যায় । এবং কামান মাসে $১০০০ ডলার।

কয়েকটি সেরা ইউটিউব কি ওয়াড় রিসার্চ টুলস

  1. TubeBuddy (Paid)
  2. YouTube Studio (Free)
  3. VidIQ (Paid)
  4. Ahrefs YouTube Keyword Research (Paid)
  5. Google Keyword Planner (Free)

বন্ধুরা আজকে এই পর্যন্ত। এই পদ্ধ্যতিগুলি অবলম্বন করলে আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার দুটই বাড়বে। আমরা আজ শিখলাম কিভাবে ইউটিউবে ভিউ বাড়বে।কণো প্রশ্ন থাকলে কমেন্ট এ লিখুন। ভালো থাকুন। ধ্ন্যবাদ।

instant loan app without any income proof

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!